পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Youth Dead in Car Explosion: পার্ক করার সময় গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু যুবকের - Car Explosion

Youth Dies in A Car Explosion in Kerala: গাড়ি পার্ক করার সময় বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের ৷ রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুঝা জেলাতে ৷ বাড়ির সামনে বারান্দায় গাড়ি পার্ক করার সময় এই ঘটনাটি ঘটেছে ৷

Youth Dead in Car Explosion ETV BHARAT
ঝলসে মৃত্যু যুবকের

By

Published : Aug 7, 2023, 2:45 PM IST

আলাপ্পুঝা (কেরল), 7 অগস্ট: বাড়ির বারান্দায় গাড়ি পার্ক করার সময় বিস্ফোরণ ৷ ঘটনায় গাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল যুবকের ৷ রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কেরলের আলাপ্পুঝা জেলার মাভেলিক্কারাতে ৷ মৃত যুবকের নাম কিন্নেতুম কাট্টিল কৃষ্ণ প্রকাশ, বয়স 35 বছর ৷ জানা গিয়েছে, বাড়ির বারান্দায় গাড়ি পার্ক করছিলেন তিনি ৷ সেই সময় হঠাৎই আগুন ধরে যায় এবং বিস্ফোরণ হয় গাড়িতে ৷ পুলিশ এই ঘটনায় কৃষ্ণ প্রকাশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ কীভাবে গাড়িতে আগুন ধরল ? তা জানতে গাড়িটি যে সংস্থার তাদের খবর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, ফরেন্সিক দল গাড়িটি পরীক্ষা করে দেখছে ৷

পুলিশ জানিয়েছে, মাভেলিক্কারা গার্লস হাইস্কুলের সামনে কম্পিউটার সেন্টার চালাতেন কৃষ্ণ প্রকাশ ৷ রবিবার গাড়ি নিয়ে তিনি বাইরে বেরিয়েছিলেন ৷ গভীর রাত অর্থাৎ, 12টা 45 মিনিট নাগাদ তিনি বাড়ি ফেরেন ৷ বাড়ির সামনে বারান্দায় গাড়ি পার্ক করছিলেন ৷ কিন্তু, হঠাৎই গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং দেখতে দেখতে তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে ৷ জানা গিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের শব্দে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন ৷ তাঁরাই গাড়ির আগুন নেভান ৷ তবে, ততক্ষণে গাড়ির ভিতরে ঝলসে মৃত্যু হয় কৃষ্ণ প্রকাশের ৷

আরও পড়ুন:রাতের অন্ধকারে খালে পড়ে গেল গাড়ি, মৃত 4

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ কৃষ্ণ প্রকাশের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে, কীভাবে গাড়িতে আগুন লাগল ? তা এখনও জানা যায়নি ৷ ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে ৷ তাঁরা গাড়ির ভিতর ও বাইরে থেকে নমুনাসংগ্রহ করেছে ৷ পাশাপাশি, ইঞ্জিনে বা যান্ত্রিক কোনও ত্রুটি থেকে এই আগুন লেগেছে কিনা, সেটা জানার জন্য গাড়ির সংস্থাকে খবর দেওয়া হয়েছে ৷ ইঞ্জিনিয়াররা গাড়ির ইঞ্জিন ও যন্ত্রাংশ পরীক্ষা করে রিপোর্ট দিলে, আগুন লাগার সঠিক কারণ জানা যাবে ৷ এমনটাই জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details