উজ্জয়িন, 5 সেপ্টেম্বর: ডাম্পার থেকে ফেলা নুড়ি ও কাদামাটিতে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের ৷ মঙ্গলবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনের ঘোসলা গ্রামে ৷ স্থানীয় সূত্রে খবর, গোবর্ধন নামে ওই যুবক আজ ভোরে শ্যালকের সঙ্গে গ্রামের বাইরে শৌচকর্মে গিয়েছিলেন ৷ সেই সময় ডাম্পারে করে কাদামাটি ও নুড়ি নিয়ে ফেলা হয় ৷ সেই কাদামাটি ও নুড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে যুবকের ৷ গ্রামবাসীরাই কাদামাটি সরিয়ে তাঁর দেহ উদ্ধার করেছে ৷ পুলিশ গোবর্ধনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
ভোরবেলা শৌচকর্ম করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের ৷ জানা গিয়েছে, শ্যালক মুকেশের সঙ্গে আজ ভোরে গ্রামের বাইরে শৌচকর্ম করতে গিয়েছিলেন 40 বছরের গোবর্ধন ৷ তাঁর শ্যালক বাড়ি ফিরে এলেও গোবর্ধন দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় চিন্তা করতে শুরু করেন পরিবারের সদস্যরা ৷ সেই সময় মুকেশকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ভোরবেলা দু’জনে একসঙ্গে বেরিয়েছিলেন ৷ তবে, মুকেশ একাই ফিরেছিলেন ৷ তাঁর কথা শুনে গ্রামবাসীরা গোবর্ধনকে খুঁজতে শুরু করেন ৷