ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bull Tamers Dead in Madurai: মাদুরাইয়ে জাল্লিকাট্টুতে অংশ নেওয়া এক ট্যামারের মৃত্যু, আহত 67 - Youth Died in Madurai Palamedu Jallikattu

তামিলনাড়ুর জাল্লিকাট্টুতে মৃত্যু হয়েছে এক যুবকের (Bull Tamers Dead in Madurai) ৷ মাদুরাইয়ের রাজাজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে ৷ জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ট্যামারদের মধ্যে 61 জন আহত হয়েছেন (61 Bull Tamers Injured at Avaniyapuram) ৷ রবিবার মাদুরাইয়ে আয়োজিত জাল্লিকাট্টুর খেলায় 300 জন অংশ নিয়েছিলেন ৷

Bull Tamers Dead in Madurai ETV BHARAT
Bull Tamers Dead in Madurai
author img

By

Published : Jan 16, 2023, 5:08 PM IST

মাদুরাই, (তামিলনাড়ু), 16 জানুয়ারি:মাদুরাইয়ে পালামেদুতে আয়োজিত জাল্লিকাট্টুতে এক যুবকের মৃত্যু হয়েছে (Youth Died in Madurai Palamedu Jallikattu) ৷ অরবিন্দ নামে ওই যুবককে ষাঁড়ে গুঁতো মেরেছিল ৷ তাঁর প্রাথমিক চিকিৎসা করার পর, মাদুরাইয়ের রাজাজি হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন অরবিন্দের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পালামেদুর এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন অরবিন্দ ৷ অন্যদিকে, মাদুরাইয়ের আভানিয়াপুরমে আয়োজিত জাল্লিকাট্টুতে 67 জন ষাঁড় নিয়ন্ত্রক আহত হয়েছেন (Bull Tamers Injured in Madurai) ৷ তাঁদের মধ্যে 17 জনকে রাজাজি সরকারি হাসপাতালের ভরতি করানো হয়েছে ৷

আভানিয়াপুরমের এই জাল্লিকাট্টুতে 300 জন ষাঁড় নিয়ন্ত্রক বা ট্যামার অংশ নিয়েছিলেন ৷ তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিলেন ৷ সেখানে প্রায় 700টি ষাঁড়কে রিংয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল ৷ জাল্লিকাট্টু নিয়ে মাদুরাইয়ের জেলাশাসক জানিয়েছেন, ষাঁড় ট্যামারদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে সবরকম ব্যবস্থা করা হয়েছিল সেখানে ৷ পাশাপাশি, অংশগ্রহণকারীরা আহত হলে, তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল ৷

উল্লেখ্য, এই খেলাকে তামিলনাড়ুর ঐতিহ্য বলা হয় ৷ তবে, দীর্ঘ কয়েকবছর ধরে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ 2014 সালে জাল্লিকাট্টুর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ 2016 সাল পর্যন্ত তা জারি ছিল ৷ 2017 সালে তামিলনাড়ু সরকার তাদের রাজ্যে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংক্রান্ত আইনে সংশোধন আনে ৷ যার পর ফের জাল্লিকাট্টু শুরু হয় তামিলনাড়ুতে ৷ তবে, বিষয়টি নিয়ে এখনও বিতর্ক রয়েছে ৷ প্রাণী নৃশংসতার অভিযোগে গতবছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল ৷ যদিও, সেগুলির শুনানি এখনও হয়নি ৷

in article image
Bull Tamers Dead in Madurai

আরও পড়ুন:নয়া ইতিহাস, চেন্নাইতে বসবে জালিকাট্টুর আসর

রবিবার জাল্লিকাট্টুতে প্রথম হয়েছেন বিজয় নামে এক যুবক ৷ যিনি 28টি ষাঁড়কে কাবু করেছিলেন ৷ 17টি ষাঁড়কে কাবু করে দ্বিতীয় হয়েছেন কার্তিক নামে স্থানীয় যুবক ৷ ভিলানগুড়ির বাসিন্দা বালাজি 13টি ষাঁড়কে কাবু করে তৃতীয় হয়েছেন ৷ প্রথম হওয়া বিজয়কে ট্রফির পাশাপাশি মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের তরফ থেকে একটি গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ৷ বিজয় মাদুরাইয়ের জয়হিন্দপুরমে তামিলনাড়ু পাওয়ার বোর্ডে গ্যাং ম্যানের কাজ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details