পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Attack on Nupur Sharma Supporter: এবার বিহার, নূপুর শর্মার প্রোফাইল দেখায় কোপানো হল যুবককে - নূপুর শর্মা

উদয়পুরের (Udaipur Murder Incident) পর বিহার ৷ এ বার নূপুর শর্মার (Attack on Nupur Sharma Supporter) প্রোফাইল দেখায় কোপানো হল এক যুবককে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি (Youth attacked with knife while watching Nupur Sharma profile)৷

Youth attacked with knife while watching Nupur Sharma profile in Bihar
এবার বিহার, নূপুর শর্মার প্রোফাইল দেখায় কোপানো হল যুবককে

By

Published : Jul 19, 2022, 12:07 PM IST

Updated : Jul 19, 2022, 7:34 PM IST

পটনা, 19 জুলাই:এ বার উদয়পুরের ছায়া বিহারে (Udaipur Murder Incident)৷ ইস্যু বিজেপির বিতর্কিত নেত্রী নূপুর শর্মা (Attack on Nupur Sharma Supporter)৷ উদয়পুরে এক দরজিকে কুপিয়ে খুন করা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল ৷ এ বার বিহারের সীতামারিতে কোপানো হল এক যুবককে ৷ মোবাইলে নূপুর শর্মার প্রোফাইল দেখার জন্য ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালাল একদল দুষ্কৃতী ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অঙ্কিত ঝা নামে ওই যুবক ৷

ইটিভি ভারতকে অঙ্কিত বলেছেন, "রাস্তার ধারে একটি স্টলে দাঁড়িয়ে আমি মোবাইলে নূপুর শর্মার স্টেটাস দেখছিলাম ৷ তখন কয়েকজন আমায় জিজ্ঞেস করল যে আমি নূপুরের সমর্থক কি না ৷ আমি বললাম, আমি একজন হিন্দু, তাই আমি নূপুর শর্মাকে সমর্থন করি ৷ এর থেকেই বচসা শুরু হয় ৷ তখন হঠাৎই ওরা আমার উপর ছুরি নিয়ে হামলা চালাল ৷ আমি একজনকে প্রায় ধরে ফেলেছিলাম ৷ কিন্তু তখন 20-30 জনের একটা দল এসে তাকে ছাড়িয়ে নিয়ে পালাল ৷"

অঙ্কিতের বাবা মনোজ ঝায়ের অভিযোগ, এটা খুনের চেষ্টার ঘটনা ৷ কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে খুবই সাধারণ ধারায় মামলা করেছে পুলিশ ৷ তাঁর ছেলে ও পরিবারের জন্য পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি ৷ মনোজের কথায়, "আমরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি কারণ ওরা আমাদের উপর আবার হামলা চালাবে ৷"

নূপুর শর্মার প্রোফাইল দেখায় কোপানো হল যুবককে

আরও পড়ুন:উদয়পুর হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইকের নম্বর প্লেট 26/11, ঘটনায় মুম্বই-হামলা যোগ !

গত 28 জুন রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল নামে এক দরজির দোকানে ঢুকে পোশাক তৈরি করতে দেওয়ার অছিলায় তাঁকে গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে রিয়াজ এবং তাঁর আরেক সঙ্গী গোস মহম্মদ ৷ দরজির 'অপরাধ' তিনি বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছিলেন ৷ হত্যার পর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করা হয় ৷ যা ঝড়ের গতিতে ভাইরাল হয় ৷ কয়েক ঘণ্টা পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনায় উঠে আসে পাকিস্তানি জঙ্গি-যোগও (Youth attacked with knife while watching Nupur Sharma profile)৷

Last Updated : Jul 19, 2022, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details