পূর্ব গোদাবরী (অন্ধ্রপ্রদেশ), 26 জুলাই: মা এবং দাদুকে গুরুতর জখম করে তরুণীকে অপহরণের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার সিদ্দাপুরম গ্রামে ৷ অভিযোগ, ওই গ্রামের এক যুবক তরুণীকে ধাওয়া করে তাঁর বাড়িতে যান ৷ সেখানে তরুণীর দাদুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ৷ তাঁকে বাধা দিতে গেলে তরুণীর মায়ের উপরেও হামলা চালায় সে ৷ এরপর তাঁদের প্রাণে মারার হুমকি দিয়ে ওই যুবক তুরুণীকে বাইকে উঠতে বাধ্য করে বলে অভিযোগ ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি আহতরা ৷ পুলিশ অপহৃত তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, পূর্ব গোদাবরী জেলার সিদ্দাপুরম গ্রামে থাকেন এক বৃদ্ধ দম্পতি ৷ সম্প্রতি বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ তাই এল্লুরের বাসিন্দা দম্পতির মেয়ে এবং নাতনি সিদ্দাপুরমের বাড়িতে আসেন বৃদ্ধের দেখাশোনা করার জন্য ৷ কিন্তু, সমস্যা শুরু হয় তার পর থেকেই ৷ অভিযোগ গ্রামের এক যুবক শেখ ইমরান বৃদ্ধের নাতনিকে বিরক্ত করতে শুরু করেন ৷ কিন্তু, বিষয়টি গুরুতর হয়ে ওঠে মঙ্গলবার সকালে ৷ অভিযোগ শেখ ইমরান তরুণীকে বাইকে ধাওয়া করেন এবং তাঁর বাড়ি পর্যন্ত চলে যান ৷