ঝাঁসি, 19 ডিসেম্বর: তিন বছরের শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ ৷ অভিযুক্ত প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শিশুর মুখ আঁচড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৷ সোমবার বিকেলে নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৷ গ্রামের একটি বাড়ির বাইরে থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ৷ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷
ঝাঁসি গ্রামীণের পুলিশ সুপার গোপীনাথ সোনি জানিয়েছেন, নির্যাতিতা শিশুটির প্রতিবেশী ওই যুবকের, তাদের বাড়িতে যাতায়াত ছিল ৷ নিজের মেয়ের মতো স্নেহ করার দাবি করতেন অভিযুক্ত ৷ এমনকি তাঁর একটি ছেলেও রয়েছে ৷ প্রতিবেশী হিসেবে তাঁকে বিশ্বাসও করতেন শিশুটির বাবা-মা ৷ সোমবার বিকেলে বাড়ির বাইরে অভিযুক্তের ছেলের সঙ্গেই খেলছিল শিশুটি ৷ জানা গিয়েছে, সেই সময় শিশুটিকে চকলেট খাওয়ানোর নাম করে সেখান থেকে নিয়ে যায় অভিযুক্ত ৷ কিন্তু, তার বাড়ির লোককে কিছুই জানায়নি ৷
কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন ৷ তখন এক প্রতিবেশী জানান, ওই যুবককে দেখা গিয়েছে তাঁদের মেয়েকে নিয়ে যেতে ৷ তখন অভিযুক্তের বাড়িতে খোঁজ করা হয় ৷ কিন্তু, সেখানে শিশুটি বা অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি ৷ দীর্ঘক্ষণ খোঁজাখুজি করার পর, গ্রামের একটি বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শিশুটি ৷ তাঁর মুখে আঁচড়ের দাগ ছিল বলে অভিযোগ ৷ আর রক্তে ভেসে যাচ্ছিল সে ৷ তৎক্ষণাত পুলিশে খবর দেয় পরিবার ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হাসপাতালে ভরতি করে ৷
কিন্তু, অভিযুক্ত ওই প্রতিবেশী যুবক পলাতক ছিলেন ৷ তাঁকে ধরতে পুলিশের একাধিক দল গঠন করা হয় ৷ দীর্ঘক্ষণের তল্লাশির পর গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ঝাঁসি গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷
আরও পড়ুন:
- জন্মদিনের পার্টির নামে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, পুলিশি হেফাজতে 5
- সুরাতে পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত
- কচ্ছের আবাসিক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত শিক্ষক