হায়দরাবাদ:ভারত বৈচিত্র্যের দেশ ৷ পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে আপনি সমুদ্র, পাহাড়, সবুজের সমাহার দেখতে পাবেন । এখানকার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি অনেক প্রাকৃতিক সৌন্দর্যেরও জিনিস দেখা যাবে । এখানকার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট । প্রাচীন মন্দির এবং প্রাসাদ থেকে সুন্দর সৈকত এবং হিল স্টেশন, আপনি অন্ধ্র প্রদেশে অনেক অভিজ্ঞতা পেতে পারেন । আপনিও যদি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে জেনে নিন অন্ধ্রপ্রদেশের সুন্দর কয়েকটি জায়গার কথা যেখানে আপনাকে অবশ্যই যেতে হবে ।
বোরা গুহা:বোরা গুহা বিশাখাপত্তনম জেলার অনন্তগিরি পাহাড়ে অবস্থিত । এই গুহাগুলি অ্যাডভেঞ্চারপ্রেমী এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য । আপনি গুহাগুলি ঘুরে দেখতে পারেন, কাছাকাছি পাহাড়ে ট্রেক করতে পারেন এবং মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন ।
তিরুপতি: অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত তিরুপতি ভারতের অন্যতম তীর্থস্থান । শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির, ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা, তিরুপতির প্রধান আকর্ষণ । মন্দিরটি সোনার প্রলেপ দেওয়া গোপুরাম এবং প্রসাদী লাড্ডুর জন্য পরিচিত । হিন্দুধর্মে এই স্থানটিকে পবিত্র বলে মনে করা হয় ।