দেবনাহল্লি (বেঙ্গালুরু), 8 মার্চ: যত কাণ্ড বিমানে ! মাঝ আকাশে বিমানের অন্য যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে ৷ এ বার বিমানের শৌচালয়ে ধূমপানের (Woman smoked cigarette in toilet) অভিযোগ উঠল বাংলার এক যুবতীর বিরুদ্ধে ৷ কলকাতা থেকে বেঙ্গালুরুগামী বিমানে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ ওই যুবতীকে আটক করা হয়েছে (Smoking cigarette in toilet)৷
বিমানের শৌচলয়ে সিগারেট খেয়ে আটক: গতকাল অর্থাৎ মঙ্গলবার ইন্ডিগোর বিমান (Indigo Flight) 6ই 716-এ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ 5 মার্চ রাত 9টা 50 মিনিটে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমানটি ৷ বিমানটি যখন মাঝ আকাশে, তখন বিমানের শৌচালয়ে গিয়ে এক যুবতী সিগারেট খান বলে অভিযোগ ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অন্যান্য যাত্রী ও ক্রু সদস্যরা ৷ বিমানের এই ঘটনা দেরিতে প্রকাশ্যে এসেছে ৷ যে যুবতীর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে নিরাপত্তা কর্মীরা আটক করেছেন ।
শৌচলয়ের ডাস্টবিনে মেলে সিগারেটের টুকরো: অভিযোগ, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটি অবতরণের আধঘণ্টা আগে বিমানের শৌচালয়ে ধূমপান করেন ওই যুবতী ৷ টয়লেটের দরজা খুলে চেক করা হলে সেখানে ডাস্টবিনে সিগারেটের টুকরো পাওয়া যায় । ফ্লাইট ক্রুরা সিগারেট দেখার সঙ্গে সঙ্গে ডাস্টবিনে জল ঢেলে দেন । বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যুবতীকে নিরাপত্তা কর্মীরা হেফাজতে নিয়ে যান ।