বনাসকাঁথা(গুজরাত), 22 নভেম্বর: বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা স্বামীর ৷ তাই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল স্ত্রী ৷ এরপর দেহ ফেলে দিল গ্রামের বাইরে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের বনাসকাঁথা ডিসা এলাকায় ৷ পুলিশ দেহটি উদ্ধারের পর তদন্ত শুরু করেছে ৷ ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবতী ও তার প্রেমিক ৷ মৃতের নাম বিরাজী রাঠোড় (35) ৷ তিনি মুদেধা গ্রামের বাসিন্দা ছিলেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের স্ত্রী সোনাল রাঠোড়ের সঙ্গে মুদেধা গ্রামেরই আলপেশ নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ তাঁর স্বামী তাদের সম্পর্কের কথা জেনে যান ৷ এরপরেই তিনি এই সম্পর্কে বাধা হতে পারে বলে মনে করেন সোনাল ৷ তাই প্রেমিকের সঙ্গে মিলে বিরাজীকে হত্যার পরিকল্পনা করে সে ৷ সেই মোতাবেক দু'দিন আগে বিরাজীকে খুন করে তারা ৷ বিরাজী সেদিন তাঁর জমিতে পৌঁছলে পাশের মাঠে আগে থেকেই লুকিয়ে ছিল আলপেশ ও সোনাল ৷ তারা লোহার রড দিয়ে আক্রমণ করে বিরাজীকে হত্যা করে ।
পরদিন সকালে দেহ মুদেধা গ্রামের বাইরে ফেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা । প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্ন মেলে ৷ পুলিশ হত্যাকাণ্ড বলে সন্দেহ করে । ভিলদি থানার পুলিশ বিভিন্ন দল গঠন করে তদন্ত শুরু করলে নিহতের স্ত্রীর উপর তাদের সন্দেহ হয় । এরপর সোনালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার কথা স্বীকার করে ৷ তারপরেই পুলিশ তাকে এবং তার প্রেমিকাকে গ্রেফতার করে ।
এ বিষয়ে জেলা পুলিশ প্রধান অক্ষয়রাজ মাকওয়ানা জানান, দু'দিন আগে মুদেধা গ্রামের বাইরের এলাকায় একটি দেহ উদ্ধার হয় । এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরে ফেলে ৷ নিহতের স্ত্রী নিজেই তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেছে । তাই পুলিশ সোনাল রাঠোড় এবং তার প্রেমিক আলপেশ রাঠোড়কে গ্রেফতার করেছে । ঘটনার তদন্ত চলছে ৷
আরও পড়ুন:
- মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ, ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারল ছেলে
- বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, ঝুলন্ত দেহ উদ্ধার প্রেমিকের
- বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ছেলেকে খুন করল মা, গ্রেফতার 4