পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rape Charge Against Boyfriend: ফেবু থেকে প্রেম, বিয়ের তারিখ পাকা হতেই উধাও প্রেমিক ! - বিজয়ওয়াড়া

ফেসবুক সূত্রে আলাপ হওয়া প্রেমিকের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ (Rape Charge Against Boyfriend) আনলেন তরুণী ৷ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার (Vijayawada) ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

young woman file Rape Charge Against Boyfriend in Vijayawada
প্রতীকী ছবি

By

Published : Feb 17, 2023, 3:19 PM IST

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 17 ফেব্রুয়ারি: আলাপ হয়েছিল ফেসবুকের মাধ্যমে ৷ সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে ৷ যার জেরে প্রথমে দেখা হয়, আর তারপর বাড়ে ঘনিষ্ঠতা ৷ যুবক নাকি কথা দিয়েছিলেন, তিনি বিয়ে করবেন তাঁর প্রেমিকাকে ৷ সেই মতো সমস্ত ব্যবস্থাও সারা হয়ে যায় ৷ কিন্তু, বিয়ের তারিখ পাকা হতেই বেপাত্তা হয়ে যান যুবক ! ঘটনায় বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ তুলেছেন যুবকের প্রেমিকা (Rape Charge Against Boyfriend) ৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া (Vijayawada) পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী তরুণীর বয়স 22 বছর ৷ তিনি আদতে গুন্টুর জেলার তাড়েপল্লি মণ্ডলের বাসিন্দা ৷ কিছু দিন আগে পর্যন্ত বিজয়ওয়াড়া বসন্ত রোডের একটি পোশাকের দোকানে কাজ করতেন ওই তরুণী ৷ সেই সময়েই অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্ক শুরু হয় তাঁর ৷ তরুণী পুলিশকে জানিয়েছেন, 2019 সালে ফেসবুকের মাধ্যমে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর ৷ ফেসবুক অনুসারে ওই যুবকের নাম এম রমেশবাবু ৷ কিছুদিনের মধ্যেই তিনি তরুণীকে প্রেম নিবেদন করেন ৷

আরও পড়ুন:গাড়ি রাখা নিয়ে ঝামেলা, বাবা-ছেলেকে গুলি প্রতিবেশীর সঙ্গীদের !

এদিকে, অভিযোগকারিণী তরুণী আদতে ডিভোর্সি ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, ডিভোর্সের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তরুণী ৷ যার জেরে তিনি অসুস্থও হয়ে পড়েন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ সেই সময় রমেশবাবু তাঁর পাশে দাঁড়ান ৷ তার জেরেই ওই যুবকের উপর ভরসা করতে শুরু করেন তরুণী ৷ ঠিক, করেন পুরনো সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করবেন ৷ এমনকী, যুগলের বিয়ের তারিখও পাকা হয়ে যায় ৷

বিয়ের তারিখ পাকা হতেই গত 14 জানুয়ারি তরুণীকে নিয়ে একটি হোটেলে হোটেন রমেশবাবু ৷ সেখানে তাঁরা দু'দিন ছিলেন ৷ পরিচয় দিয়েছিলেন স্বামী-স্ত্রী হিসাবে ৷ কিন্তু, এরপর দু'দিনের মাথায় অর্থাৎ গত 16 জানুয়ারি তরুণীকে ছেড়ে চলে যান ওই যুবক ! তরুণী বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন ৷ এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details