কৃষ্ণগিরি(তামিলনাড়ু), 24 অগস্ট: হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতেই ইউটিউব ভিডিয়ো দেখে স্ত্রীর প্রসব করালেন যুবক ৷ তার ফলে ছেলের জন্ম দিয়েও মৃত্যু হল 27 বছর বয়সি যুবতীর ৷ সূত্রের খবর, সদ্যজাত সুস্থই আছে। অভিযুক্ত স্বামী, ইউটিউবে দেওয়া নির্দেশ মতোই স্ত্রীর প্রসব করান বলে পুলিশের অনুমান। মৃতের নাম লোকনায়াকি ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোচামপল্লি সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পেরুকোপানাপল্লি সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমা দেওয়া অভিযোগের ভিত্তিতে বোচামপল্লি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, পোচামপল্লির কাছে পুলিয়ামপট্টি গ্রামের বাসিন্দা লোকনায়াকি ৷ 2021 সালে ধর্মপুরী জেলার অনুমন্তপুরম গ্রামের বাসিন্দা মাদেশের সঙ্গে বিয়ে হয় তাঁর। জৈব পদ্ধতিতে চাষ করতেন মাদেশ। পাশাপাশি বিভিন্ন ঘরোয়া পদ্ধতিতে রোগ নিরাময় করার চেষ্টাও করতেন ৷ পুলিশের অনুমান, সেই বিশ্বাস থেকেই স্ত্রীর গর্ভাবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাননি যুবক ৷ বরং তিনি প্রাকৃতিক উপায়ে নিজেই স্ত্রীর শুশ্রূষা করতে থাকেন ।
22 অগস্ট অর্থাৎ মঙ্গলবার লোকনায়াকির প্রসব যন্ত্রনা ওঠে ৷ সে সময় কৃষ্ণগিরিতে তাঁর বাড়িতেই ভোরে ছেলের জন্ম দেন তিনি ৷ পরে তাঁর মৃত্যু হয়। মাদেশ ইউটিউব ভিডিয়ো দেখে প্রসব করানোর ফলেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ প্রসবের পর লোকনায়াকির স্বাস্থ্যের অবনতি ঘটে ৷ যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ৷ পরে তাঁকে পোচামপল্লির কাছে কুন্নিউর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু শেষরক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয় তরুণীর। এমনকী মাদেশ প্রশাসনের অজান্তেই স্ত্রীর দেহ সৎকার করার চেষ্টা করেন । বিষয়টি বোচামপল্লির স্বাস্থ্য পরিদর্শক শশিকুমারের নজরে আসে ৷ তিনি এরপর পুলিশকে খবর দেন ৷ পুলিশ অভিযোগ দায়ের হয়। পাশাপাশি স্থানীয় কালেক্টর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ।
আরও পড়ুন:'ভূত তাড়াতে' তান্ত্রিকের দ্বারস্থ পরিবার ! মৃত্যু গর্ভবতীর
সূত্রের খবর, সরকারি ফার্মেসি সেন্টারের নার্স লোকনায়াকির জন্য গর্ভবতীর কার্ড করার চেষ্টা করেন ৷ কিন্তু তাতে বাধা দেয় মাদেশ ৷ এমনকী গর্ভবর্তী স্ত্রীকে তিনি কোনও টিকাও নিতে দেননি ৷ স্বাস্থ্য বিভাগের সুপারিশ করা পুষ্টিকর খাবারও যুবতীকে খেতে দিতেন না অভিযুক্ত ৷ উপরন্তু তিনি সেখান থেকে তাঁকে পুলিয়ামপট্টি গ্রামে নিয়ে চলে আসে । এরপর মাদেশ নিজে খাদ্যতালিকা তৈরি করে। সেই অনুযায়ী লোকনায়াকিকে খাবার দিতেন ৷ যার মধ্যে ছিল বাদাম এবং শাক ৷ এরফলেই প্রসূতির শরীর আরও খারাপ হয় বলে চিকিৎসকদের অনুমান ৷