নয়াদিল্লি, 18 মার্চ: নিজের গলা কেটে রক্তাক্ত ছুরি নিয়ে রাস্তায় দৌড়তে দেখা গেল যুবককে (Young Man slit his throat with knife in Delhi) ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা জেলার মানসরোবর পার্ক থানা এলাকার নাথু চকে ৷ পথচারীরা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাতে ছুরি নিয়ে ঘুরতে দেখেন। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনাস্থলে উপস্থিত এএসআই জিতেন্দ্র পাওয়ার লোকটিকে ধরার চেষ্টা করেন ৷ কিন্তু তিনি জিতেন্দ্রকে জখম করে এবং তাঁর হাত থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি ছুড়তে থাকেন এদিক ওদিক ৷ এর পরেই চারদিকে হুলুসথুলুস কাণ্ড বেধে যায় ৷ এইসময় সাহস দেখিয়ে এক যুবক এগিয়ে আসে ৷ তিনি ওই যুবককে ধরে তাঁর হাত থেকে রিভলভার ছিনিয়ে নেন ।
আর এই ঘটনার ভিডিয়োই ইতিমধ্যে সামনে এসেছে । সামাজিক মাধ্যমে তা ভাইরালও হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ । তাঁকে জিটিবি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে বলে শাহদরা জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন । অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণ শেরওয়াল ৷ তাঁর বয়স 29 বছর । শাহদারার হরদীপ পুরিতে ভাড়া বাড়িতে থাকতেন তিনি বলে সূত্রের খবর ।