প্রয়াগরাজ, 17 ডিসেম্বর: মৃত্যুর পরই আসবে সাফল্য ৷ দূর হবে দুখ-দুর্দশা ৷ মৃত্যুর পরই জীবিত হয়ে উঠবে সে ৷ আর তারপরই দৈবশক্তির অধিকারী হবেন ৷ এমনই কিছু পাওয়ার আশায় বন্ধুর কথা শুনে নিজের ঘাড়ে আঘাত করে আত্মহত্যা করেন এক যুবক ৷ এই ঘটনায় তাঁর মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের যমুনা নগর এলাকার করছনায় ৷ শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ (Man Killed his Friend for Witchcraft in Prayagraj)।
যমুনা নগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ সৌরভ দীক্ষিত জানান, 10 ডিসেম্বর যমুনা নগর এলাকার করছনায় ওই যুবকের মৃতদেহ পাওয়া যায় । মৃতদেহ শনাক্ত করে পুলিশ তদন্ত শুরু করলে চমকপ্রদ তথ্য পাওয়া যায় ।
পুলিশ জানিয়েছে, প্রায় 6 মাস আগে হরিদ্বারের 'হর কি পৌরি'-তে নীতীশ সাইনির সঙ্গে আশিস দীক্ষিতের দেখা হয় । নীতীশ একটি সাধারণ পরিবারের ছেলে ৷ নিজের ভবিষ্যত এবং পরিবার নিয়ে বেশ চিন্তায় ছিলেন । আশিস তন্ত্রমন্ত্রের মাধ্যমে তার ভবিষ্যৎ সুন্দর করার কথা বলত । আশিস এবং নীতীশের বন্ধুত্ব গভীর হলে তাঁরা একসঙ্গে হরিদ্বারে একটি ভাড়া ঘরে থাকতে শুরু করেন ।
8 ডিসেম্বর নীতীশ সাইনি এবং আশিস হরিদ্বার থেকে প্রয়াগরাজে এসে মা বিন্ধ্যবাসিনীর দর্শনে যান । এরপর আশিস নীতীশকে বলেন যে, তাকে সাফল্য অর্জন করতে হবে ৷ যদি সে নিজেই নিজেকে মেরে ফেলে তবে সাফল্য মিলবে। কিন্তু মৃত্যুর পর সে আবার জীবিত হয়ে উঠবে । বেঁচে থাকার পর দৈবশক্তি পেয়ে তার জীবন বদলে যাবে । এমন কথা শুনে বন্ধুকে বিশ্বাস করে নীতীশ নিজেই নিজের ঘাড়ে আঘাত করে আত্মহত্যা করে ৷ ঘটনাস্থলেই মারা যান সে ৷ পুলিশ জানায়, সাফল্য অর্জনের জন্য বন্ধুর কথা শুনে এমন ঘটনা ঘটিয়েছে ওই যুবক। বিষয়টি প্রকাশ্যে আসতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন:বিয়ের আগেই সন্তানের জন্ম, বিষ খাইয়ে মেয়েকে হত্যা করলেন বাবা