কোচি, 5 ডিসেম্বর: পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা করল মায়ের প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে কোচির এলামাক্কারা থানা এলাকায় ৷ পুলিশ অভিযুক্ত যুবক ও শিশুটির মাকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, মহিলা এবং তার প্রেমিক চারমাসের ওই শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল ৷ তবে শেষ রক্ষা হয়নি, শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসেরা ৷ শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল, যা দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের ৷ রবিবার সকাল সাড়ে 7টা নাগাদ শিশুটিকে হাসপাতালে আনা হয় । এরপরেই হাসপাতালের তরফে খবর দেওয়া হয় এলামাক্কারা থানায় ৷ পুলিশ এসে শিশুটিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে । পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে শিশুটির মা ও প্রেমিককে গ্রেফতার করে ।
দুই অভিযুক্ত পুলিশকে জানায়, 1 ডিসেম্বর তারা শিশুটিকে নিয়ে কালুরের একটি লজে উঠেছিল । সেখানেই শিশুটির গলায় বুকের দুধ আটকে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ওই মহিলা ও যুবক দাবি করেছিল । তারপর তারা বয়ান পরিবর্তন করে বলে যে শিশুটি ভুলবশত নীচে পড়ে গিয়েছিল । যার ফলে তার আঘাত লাগে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে আসল তথ্য ৷