পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Security Breach: হুবলিতে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মোদিকে মালা পরাতে হাজির যুবক - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা

বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Young Man Breaches PM Modi Security) ৷ সেই সময় তাঁকে মালা পরাতে হাজির হন এক যুবক ৷ তবে এসপিজি ও পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায় ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jan 12, 2023, 5:15 PM IST

Updated : Jan 12, 2023, 6:16 PM IST

হুবলিতে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মোদিকে মালা পরাতে হাজির যুবক

হুবলি (কর্ণাটক), 12 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি ধরা পড়ল (Security Breach of PM Narendra Modi) ৷ বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে এই বিষয়টি সামনে আসে ৷ সেখানে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এক যুবক প্রধানমন্ত্রীর কাছে চলে আসেন ৷ উদ্দেশ্য ছিল মোদি মালা পরানোর ৷ যদিও তার আগেই এসপিজি-র আধিকারিকরা তাঁকে সরিয়ে দেন ৷ পরে কর্ণাটক পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায় ৷ ঘটনাটি যখন ঘটে, তখন মোদির রোড শো চলছিল সেখানে (PM Modi Road Show at Karnataka) ৷

ঠিক কী ঘটেছে: এদিন কর্ণাটকের হুবলিতে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে দেখতে রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা ৷ সেই ভিড় থেকেই এক যুবক ছুটে আসেন প্রধানমন্ত্রীর গাড়ির দিকে ৷ তাঁর হাতে ছিল মালা ৷ তিনি মালা পরিয়ে দিতে চাইছিলেন প্রধানমন্ত্রীকে ৷ কিন্তু শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকদের ৷ তাঁরাই ওই ব্যক্তিকে মোদির গাড়ির সামনে থেকে সরিয়ে দেন ৷ পরে পুলিশ তাঁকে নিয়ে চলে যায় ৷

এসপিজি ও পুলিশ ওই যুবককে সরিয়ে নিয়ে যায় বটে, তবে মালা প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিতে সক্ষম হন তিনি ৷ পরে সেই মালা প্রধানমন্ত্রী নিরাপত্তারক্ষীদের হাতে দিয়ে দেন ৷ তবে ওই যুবক কে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ সূত্রের খবর, পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে ৷

প্রধানমন্ত্রীর রোড শো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জাতীয় যুব উৎসবের উদ্বোধন করতে কর্ণাটক যান ৷ এদিন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে জাতীয় যুব উৎসবের উদ্বোধনও করেন তিনি ৷ উৎসবের উদ্বোধনের ঠিক আগে সেখানকার হুবলিতে একটি রোড শোতে অংশগ্রহণ করেন ৷ সেই সময় রাস্তার দু’পাশে সারিবদ্ধ উৎসাহী লোকেরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ৷ সেই ভিড়ে বিজেপির কর্মী সমর্থকদের সংখ্যাই বেশি ছিল ৷

তাঁর চলন্ত গাড়ির 'রানিং বোর্ডে' দাঁড়িয়ে মোদি জনতার দিকে পালটা অভিবাদন জানান ৷ উপস্থিত মানুষের মধ্যে অনেককে 'মোদি, মোদি' এবং 'ভারত মাতা কী জয়' স্লোগান দিতেও দেখা গিয়েছে । কিছু জায়গায় লোকেরা ফুলের পাপড়ি বর্ষণ করেছেন ৷

আরও পড়ুন:স্বামী বিবেকানন্দের 160তম জন্মবার্ষিকী, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের

Last Updated : Jan 12, 2023, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details