জলন্ধর, 16 জানুয়ারি:ধর্মের নিন্দা করায় ব্লাসফেমি সন্দেহে গুরুদ্বারে যুবককে খুনের অভিযোগ ওপর যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারার গুরুদ্বারে ৷ অভিযুক্তের নাম নিহং সিং ৷ এই বিষয়ে ফাগওয়ারার এসপি গুরপ্রীত সিং বলেছেন, " ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং ঘটনার তদন্ত করা হচ্ছে ।" এই ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে ভয়ের পরিবেশ বিরাজ করছে ।
গুরুদ্বারের তরফে জানা গিয়েছে, সোমবার রাত 10টার দিকে গুরুদ্বারের বাথরুমে লুকিয়ে ছিল এক যুবক । গুরুদ্বারের কর্মীরা বাথরুমে গেলে ভিতর থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছিল । এরপর দরজায় ধাক্কা দিলে নিহং সিংয়ের সঙ্গে ঝামেলা শুরু করে ওই যুবক । এরপরই হত্যার ঘটনা ঘটে । সূত্রের খবর, ওই যুবককে এখানে কে পাঠিয়েছে জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি । তিনি শুধু বলেন, "আপনার বক্তব্য ভুল আর আমাদের বক্তব্য সঠিক ।" যুবক শ্রী গুরু গ্রন্থ সাহেব জি সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকেন ৷ সেই কথা সহ্য করতে পারেনি নিহং সিং এবং এরপরেই সে যুবককে হত্যা করে বলে অভিযোগ।