পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lovers Died by Suicide: প্রেম মেনে নেয়নি পরিবার, উত্তরপ্রদেশে একসঙ্গে আত্মহত্যা যুগলের - SHO Randha Singh

উত্তরপ্রদেশে একসঙ্গে আত্মহত্যা যুগলের (Lovers Died by Suicide) ৷ গুদামের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁদের ৷

Lovers Died by Suicide
Lovers Died by Suicide

By

Published : Nov 30, 2022, 10:19 AM IST

হারদোই, 30 নভেম্বর:প্রেম মেনে নেয়নি পরিবার ৷ অতএব একসঙ্গে বাঁচা হল না ৷ তাই একসঙ্গে মৃত্যুকেই বরণ করে নিলেন উত্তরপ্রদেশের যুগল (suicide pact) ৷ সঙ্গীতা সিং (19) এবং রোহিত কুমার (20)-এর দেহ হারদোই জেলার (Behta Gokul police circle) একটি গুদামের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ।

জানা গিয়েছে, যুগল ভিন্ন ধর্মের হওয়ায় তাঁদের পরিবার সম্পর্ক মেনে নেয়নি ৷ পরিবার বিরোধিতা করায় দু'জনে আত্মহত্যার পথ বেঁচে নেন ৷ তবে একসঙ্গেই আত্মহত্যা করেন যুগল। মৃত্যুর কারণ নিশ্চিত করতে দু'জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

বেহতা গোকুলের এসএইচও রন্ধা সিং (SHO Randha Singh) বলেন, "মেয়েটির কাকা বিনোদ তাঁর গুদাম পরিষ্কার করতে চন্দ্রপুর খেরই গ্রামে গিয়েছিলেন ৷ তিনি সেখানে সঙ্গীতা ও তাঁর বন্ধু রোহিতের দেহ ঝুলতে দেখেন । এরপরেই তিনি পুলিশকে খবর দেন ।" এসএইচও আরও বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছে দেহগুলিকে নামিয়ে আনি । পরিবারের সদস্যদের তরফে আমাদের জানানো হয়েছে যে 2 ডিসেম্বর সঙ্গীতার বিয়ে ঠিক করা হয়েছিল ৷ কিন্তু তিনি তাঁর জন্য প্রস্তুত ছিলেন না । শুধু তাই নয় রোহিতের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলেন ৷ " যুগল একই গ্রামে থাকত এবং একই সরকারি স্কুলে পড়ত (Lovers Died by Suicide) ।

আরও পড়ুন:বিহারে মা ও মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

সূত্রের খবর, রোহিতের বাবা শহরের একটি মিলে কাজ করেন ৷ সঙ্গীতার বাবা একজন কৃষক । তাঁরা যুগলের সম্পর্কের বিরোধিতা করেছিলেন কারণ রোহিত নিম্নবর্ণের । ফোন রেকর্ড অনুসারে, সঙ্গীতা মঙ্গলবার রোহিতকে শেষবারের মতো দেখা করার জন্য গুদামে ডেকেছিলেন এবং তাঁকে জানান যে তিনি বিয়ে করছেন । পরে তাঁর ঘর থেকে সেই ফোন উদ্ধার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details