নয়াদিল্লি, 1 অক্টোবর: বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলিকে একহাত নিল সুপ্রিম কোর্ট ৷ আদালত বলেছে, হাইওয়ে অবরুদ্ধ করে রেখে গোটা শহরটার শ্বাসরোধ করে রেখেছেন আন্দোলনকারী কৃষকরা ৷
কৃষক সংগঠন কিষান পঞ্চায়েত দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে সত্যাগ্রহ আন্দোলনের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ শান্তিপূর্ণ ও অহিংস সত্যাগ্রহ আন্দোলনের জন্য অন্তত 200 জন বিক্ষোভকারী কৃষককে যাতে প্রশাসন যন্তর মন্তরে জায়গা করে দেয়, সেই আর্জি জানিয়েছিলেন কৃষকরা ৷ তাঁরা শীর্ষ আদালতের কাছে অনুরোধ করেছে যাতে আদালত প্রশাসনকে এই ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেয় ৷
সেই আবেদনের শুনানিতে বিচারপতি এএম খানউইলকর ও সিটি রবিকুমারের বেঞ্চ আজ বলেছে, "আপনারা গোটা শহরের (দিল্লির) শ্বাসরোধ করে রেখেছেন ৷ এখন আপনারা শহরের ভেতরে ঢুকতে চাইছেন ৷ শহর সংলগ্ন অধিবাসীরা কি এই প্রতিবাদে খুশি ? এই সব বন্ধ হওয়া উচিত ৷" সুপ্রিম কোর্ট বলেছে, একবার যখন তিন কৃষি বিলের বিরুদ্ধে কৃষকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন, তখন তাঁদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত ৷ আদালতের কথায়, "আপনাদের যদি আদালতের উপর ভরসা থাকে, তাহলে প্রতিবাদের বদলে সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানির চেষ্টা করুন ৷ আপনারা কি বিচার ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন ?"
আরও পড়ুন:Corona in India : একদিনে 3 হাজার বেড়ে সংক্রমণ পৌঁছল 26 হাজারে