পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Farmers: আপনারা গোটা শহরের শ্বাসরোধ করে রেখেছেন, সুপ্রিম কোর্টের তোপে কৃষকরা - যন্তর মন্তর

আপনারা গোটা শহরের শ্বাসরোধ করে রেখেছেন ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) তোপের মুখে পড়লেন বিক্ষোভরত কৃষকরা (Farmers)৷ যন্তর মন্তরে (Jantar Mantar) সত্যাগ্রহ (Satyagraha) আন্দোলনের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কৃষকরা ৷

You strangulated entire city, Supreme Court tells farmers seeking nod for Satyagraha at Jantar Mantar
আপনারা গোটা শহরের শ্বাসরোধ করে রেখেছেন, সুপ্রিম কোর্টের তোপে কৃষকরা

By

Published : Oct 1, 2021, 1:19 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলিকে একহাত নিল সুপ্রিম কোর্ট ৷ আদালত বলেছে, হাইওয়ে অবরুদ্ধ করে রেখে গোটা শহরটার শ্বাসরোধ করে রেখেছেন আন্দোলনকারী কৃষকরা ৷

কৃষক সংগঠন কিষান পঞ্চায়েত দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে সত্যাগ্রহ আন্দোলনের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ শান্তিপূর্ণ ও অহিংস সত্যাগ্রহ আন্দোলনের জন্য অন্তত 200 জন বিক্ষোভকারী কৃষককে যাতে প্রশাসন যন্তর মন্তরে জায়গা করে দেয়, সেই আর্জি জানিয়েছিলেন কৃষকরা ৷ তাঁরা শীর্ষ আদালতের কাছে অনুরোধ করেছে যাতে আদালত প্রশাসনকে এই ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেয় ৷

সেই আবেদনের শুনানিতে বিচারপতি এএম খানউইলকর ও সিটি রবিকুমারের বেঞ্চ আজ বলেছে, "আপনারা গোটা শহরের (দিল্লির) শ্বাসরোধ করে রেখেছেন ৷ এখন আপনারা শহরের ভেতরে ঢুকতে চাইছেন ৷ শহর সংলগ্ন অধিবাসীরা কি এই প্রতিবাদে খুশি ? এই সব বন্ধ হওয়া উচিত ৷" সুপ্রিম কোর্ট বলেছে, একবার যখন তিন কৃষি বিলের বিরুদ্ধে কৃষকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন, তখন তাঁদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত ৷ আদালতের কথায়, "আপনাদের যদি আদালতের উপর ভরসা থাকে, তাহলে প্রতিবাদের বদলে সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানির চেষ্টা করুন ৷ আপনারা কি বিচার ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন ?"

আরও পড়ুন:Corona in India : একদিনে 3 হাজার বেড়ে সংক্রমণ পৌঁছল 26 হাজারে

বিচারপতি খানউইলকর এ দিন বলেন, "আপনারা হাইওয়ে অবরুদ্ধ করে রেখেছেন আর বলছেন, প্রতিবাদ শান্তিপূর্ণ হচ্ছে ৷ নাগরিকদেরও এদিক ওদিক ঘুরে বেড়ানোর অধিকার রয়েছে ৷ তাঁদের সম্পত্তি নষ্ট করা হয়েছে ৷ আপনারা সুরক্ষা ব্যবস্থায় আঘাত করেছেন ৷ প্রতিরক্ষা কর্মীদেরও আটকেছেন ৷" যদিও আদালতের এই অভিযোগের জবাবে কৃষকদের আইনজীবী বলেন, "আমরা হাইওয়ে ব্লক করিনি ৷ পুলিশ সেখানে আমাদের আটক করেছে ৷" আদালত কৃষক সংগঠনগুলিকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে ৷ যেখানে লেখা থাকবে যে, তাঁরা জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাবে না ৷

আরও পড়ুন:Mamata Banerjee : কৃষক আন্দোলনে সমর্থন থাকলেও বনধে সমর্থন নয়, সাফ কথা মমতার

গত জুলাই মাসে সংসদের বাদল অধিবেশনের সময় যন্তর মন্তরে বিরাট বিক্ষোভ করেছিল সংযুক্ত কিষান মোর্চা ও কিষান মজদুর সংঘর্ষ কমিটি ৷ কেন্দ্রের আনা তিন কৃষি আইনের বিরোধিতা করে গত এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীর সীমানায় অবস্থান বিক্ষোভ করেছেন কৃষকরা ৷ গত সাধারণতন্ত্র দিবসে হাজার হাজার বিক্ষোভকারী কৃষকের ট্র্যাক্টর মিছিলে অশান্ত হয়ে উঠেছিল দিল্লি ৷ কেন্দ্রের সঙ্গে কৃষকদের 11 দফার বৈঠকেও এই নিয়ে কোনও রফাসূত্র বের হয়নি ৷ নিজেদের প্রতিবাদ আরও জোরদার করতে এ বার যন্তর মন্তরে সত্যাগ্রহ পালনের কর্মসুচি নিয়েছেন কৃষকরা ৷

আরও পড়ুন:protest : কৃষি আইন বাতিল ও গঙ্গা ভাঙনে দুর্গতদের পুনর্বাসনের দাবিতে কৃষক সংগঠনের বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details