পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Gandhi targets PM Modi over Lakhimpur Kheri : অপরাধীকে সুরক্ষা দিচ্ছেন, অজয় মিশ্রকে বরখাস্ত না করায় মোদিকে তোপ প্রিয়াঙ্কার - Lakhimpur Kheri incident was well planned

আপনি অপরাধীকে সুরক্ষা দিচ্ছেন ৷ লখিমপুর খেরির (Lakhimpur Kheri news) হিংসা নিয়ে সরব হয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi targets PM Modi over Lakhimpur Kheri)৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে (Ajay Misra news) বরখাস্ত করার দাবি জানিয়েছেন তিনি ৷

You are protecting a criminal: Priyanka Gandhi targets PM Modi over Lakhimpur Kheri violence for not sacking Ajay Misra
আপনি অপরাধীকে বাঁচাচ্ছেন, অজয় মিশ্রকে বরখাস্ত না করে মোদিকে তোপ প্রিয়াঙ্কার

By

Published : Dec 16, 2021, 4:34 PM IST

Updated : Dec 16, 2021, 5:47 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: লখিমপুর খেরির হিংসা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi targets PM Modi over Lakhimpur Kheri)৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রর বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে (Ajay Misra news) বরখাস্ত না করায় নমোকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর তোপ, "আপনি অপরাধীকে সুরক্ষা দিচ্ছেন ৷"

লখিমপুর খেরির (Lakhimpur Kheri news) হিংসার ঘটনা নিয়ে আজ একের পর এক টুইটে কেন্দ্রকে বিদ্ধ করেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Congress accuses BJP of Protecting Ajay Misra) ৷ তিনি টুইটে লেখেন, "সরকার যে নৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, তা বোঝা যাচ্ছে অজয় মিশ্র টেনিকে বরখাস্ত না করায় ৷ নরেন্দ্র মোদিজি, সযত্নে ধার্মিকতার চশমা এবং ধর্মীয় পোশাক পরলেই এই সত্যকে পরিবর্তন করা যাবে না যে, আপনি একজন অপরাধীকে রক্ষা করছেন ৷" অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করা উচিত বলে দাবি করেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন:opposition protests in parliament over Lakhimpur Kheri: লখিমপুর খেরি নিয়ে উত্তাল সংসদ, সারাদিনের জন্য মুলতুবি উভয় কক্ষ

লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri violence planned conspiracy)৷ বিশেষ তদন্তকারী দল এই রিপোর্ট (SIT report on Lakhimpur Kheri) দেওয়ার পর থেকে এই নিয়ে আরও বেশি করে সরব হয়েছে বিরোধীরা ৷ এই ইস্যুতেই আজ উত্তাল হয় সংসদও (opposition protests in parliament over Lakhimpur Kheri)৷ কেন্দ্রকে নিশানা করে দিনভর আক্রমণ শানায় বিরোধীরা ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস ও অন্য দলগুলি ৷ তুমুল বিক্ষোভের জেরে সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন (Lok Sabha adjourned)৷

আরও পড়ুন:SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট

লখিমপুর খেরির ঘটনায় এখনও পর্যন্ত দুটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে আশিস মিশ্র-সহ 13 জনকে গ্রেফতার করেছে সিট ৷ লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri incident was well planned) বলে দাবি করেছে বিশেষ তদন্তকারী দল ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

Last Updated : Dec 16, 2021, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details