লখনউ, 12 জুন : বুলডোজার আর গ্রেফতারি ৷ শুক্রবার উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই দুই পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 255 জনকে (Yogi police sets bulldozers rolling and arrests several in connection with friday violence case) ৷ পয়গম্বরকে নিয়ে বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদকে কেন্দ্র করে শুক্রবার উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়ায় ৷
যোগী প্রশাসন জানিয়েছে এই অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সমাজবিরোধীদের গ্রেফতার করার পাশাপাশি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রয়োজনে বুলডোজার দিয়ে তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ-প্রশাসন ৷ সাহারানপুর, প্রয়াগরাজে ধৃত বেশ কয়েকজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করা হয়েছে ৷ প্রয়োগ করা হয়েছে গ্যাংস্টার অ্যাক্টও ৷