পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CM Yogi Over Atiq Murder: সাংবাদিক সেজেই খুন আতিক-আশরফদের, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ যোগীর

পুলিশ ঘিরে রেখেছিল আতিক ও তার ভাই আশরফকে ৷ তাদের চোখের সামনেই আততায়ীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাল ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতেই লুটিয়ে পড়ল গ্যাংস্টার আতিক ৷ আর তারপর ভাই আশরফেরও একই পরিস্থিতি হল ৷ এরপরই তদন্ত কমিশন গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

Atiq Ahmed Murder
আতিক ও আশরফ আহমেদ

By

Published : Apr 16, 2023, 6:47 AM IST

Updated : Apr 16, 2023, 7:21 AM IST

প্রয়াগরাজ, 16 এপ্রিল: পুলিশি ঘেরাটোপের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে গ্যাংস্টার আতিক ও তার ভাই খালিদ আজিম ওরফে আশরফের ৷ শনিবার রাতে এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ৷ রাজনৈতিক নেতা তথা গ্যাংস্টার আতিক ও তার ভাই আশরফের এই খুনের কারণ খুঁজতে তিনি তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশনের কথা ঘোষণা করেছেন ৷ ইতিমধ্যে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে উত্তরপ্রদেশজুড়ে 144 ধারা জারি করা হয়েছে ৷

শনিবার রাত সাড়ে দশটার কিছু পরে গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরফকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ ৷ সেই সময় দু'জনের হাতে হাতকড়া পরানো ছিল ৷ চারদিক ছিল পুলিশে পুলিশে ছয়লাপ ৷ গ্যাংস্টার আতিক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ৷ হঠাৎ গুলির শব্দ শোনা যায় । সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান আতিক ৷ এরপরই তার ভাই আশরফও গুলিবিদ্ধ হন ৷ এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, সাংবাদিকের ছদ্মবেশে আসা এক ব্যক্তি খুব কাছ থেকে দু'জনকে গুলি করেছে ৷ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আতিক-আশরফকে মৃত বলে ঘোষণা করে ৷ এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ৷ পুলিশের দাবি, আতিফদের গুলি করতেই সাংবাদিক সেজেছিল আততায়ীরা।

144 ধারার পাশাপাশি রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রধানসচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদের নেতৃত্বে উচ্চাধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ আতিক-আশরফের পাহারার দায়িত্বে থাকা 17 জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ প্রয়াগরাজে ইন্টারনেট সংযোগও বন্ধ ৷ এর মধ্যে খবর মিলেছে, কানপুরে কয়েক জায়গায় বিজেপি কর্মীরা বাজি ফাটিয়েছেন ৷

স্পেশ্যাল ডিজি প্রশান্ত কুমার (আইন ও শৃঙ্খলা) বলেন, "আহমদ এবং আশরফের খুনে মুখ্যমন্ত্রী তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠনের কথা জানিয়েছেন ৷" ডিজি জানান, আততায়ীদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত শুরু করা হয়েছে ৷ রাতেই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ লখনউতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং তদন্তের নির্দেশ দেন ৷

আরও পড়ুন: গুলিতে মৃত উমেশ পাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আতিক আহমেদ

Last Updated : Apr 16, 2023, 7:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details