প্রয়াগরাজ, 16 এপ্রিল: পুলিশি ঘেরাটোপের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে গ্যাংস্টার আতিক ও তার ভাই খালিদ আজিম ওরফে আশরফের ৷ শনিবার রাতে এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ৷ রাজনৈতিক নেতা তথা গ্যাংস্টার আতিক ও তার ভাই আশরফের এই খুনের কারণ খুঁজতে তিনি তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশনের কথা ঘোষণা করেছেন ৷ ইতিমধ্যে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে উত্তরপ্রদেশজুড়ে 144 ধারা জারি করা হয়েছে ৷
শনিবার রাত সাড়ে দশটার কিছু পরে গ্যাংস্টার আতিক আহমেদ ও তার ভাই আশরফকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ ৷ সেই সময় দু'জনের হাতে হাতকড়া পরানো ছিল ৷ চারদিক ছিল পুলিশে পুলিশে ছয়লাপ ৷ গ্যাংস্টার আতিক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ৷ হঠাৎ গুলির শব্দ শোনা যায় । সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান আতিক ৷ এরপরই তার ভাই আশরফও গুলিবিদ্ধ হন ৷ এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, সাংবাদিকের ছদ্মবেশে আসা এক ব্যক্তি খুব কাছ থেকে দু'জনকে গুলি করেছে ৷ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আতিক-আশরফকে মৃত বলে ঘোষণা করে ৷ এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ৷ পুলিশের দাবি, আতিফদের গুলি করতেই সাংবাদিক সেজেছিল আততায়ীরা।