নয়াদিল্লি, 13 মার্চ : বিপুল ভোটে জয়ী হয়ে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে উত্তরপ্রদেশে আবারও মসনদে বসছে বিজেপি ৷ উত্তরপ্রদেশে জয়ের পর এ বার পালা সরকার গঠনের ৷ তবে তার আগে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারতে আজ নয়াদিল্লি সফরে গেলেন যোগী আদিত্যনাথ (Yogi in Delhi to meet BJP leadership) ৷
নয়া মন্ত্রিসভা কী ভাবে সাজানো হবে, কবে হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান, সেখানে কাদের আমন্ত্রণ জানানো হবে, এমনই নানা বিষয় নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে আজ দিল্লি সফরে যোগী ৷ সকাল 8টা নাগাদই লখনউয়ের হিন্দোন বিমানবন্দর থেকে রাজধানী উড়ে যান তিনি ৷
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Yogi meet), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দলের জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দেখা করবেন যোগী আদিত্যনাথ ৷ এই নিয়ে পরপর দু বার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির ৷ কাজেই এই বার কাজকর্ম শুরুর আগে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ নিয়ে সরকার গঠনের নীল নকশা তৈরি করতে চান যোগী ৷