লখনউ, 15 জানুয়ারি : আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election) গোরক্ষপুর (শহর) আসন থেকে প্রার্থী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ শনিবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, সেখানেই এদিন যোগীর নাম ঘোষণা করা হয় ৷ এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়ছেন যোগী ৷ গতবার তিনি বিধানসভা ভোটে লড়েননি ৷ বিধান পরিষদের সদস্য হিসেবে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন ৷
এর আগে জল্পনা চলছিল অযোধ্যা অথবা মথুরা থেকে প্রার্থী হতে পারেন বিজেপি'র হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ ৷ কিন্তু সেই জল্পনায় এদিন ইতি পড়ল ৷ গোরক্ষপুর (শহর) বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করল দল ৷ এবার উত্তরপ্রদেশের নির্বাচন হচ্ছে 7 দফায় ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই ভোট পর্ব শুরু হওয়ার কথা ৷