পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথম ডোজ় টিকা নেওয়ার পরেই করোনা পজিটিভ যোগী আদিত্য়নাথ - corona positive

করোনা পজিটিভ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ আজ টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

Yogi
যোগী আদিত্য়নাথ (ফাইল ফোটো)

By

Published : Apr 14, 2021, 1:58 PM IST

লখনউ, 14 এপ্রিল : করোনা পজিটিভ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ আজ টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

আজ নিজের করা টুইটে তিনি লিখেছেন, "আমি করোনা পজিটিভ ৷ এখন আমি সেল্ফ আইসোলেশনে আছি ৷ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁদের সমস্ত নির্দেশ পালন করছি ৷ "

আরও পড়ুন-কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’, চিন্তায় সরকার

গতকাল আদিত্য়নাথের অফিসের কয়েক জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরেই আদিত্য়নাথ নিজেই আইসোলেশনে চলে যান ৷ একথা টুইট করে গতকালই জানিয়েছিলেন স্বয়ং আদিত্য়নাথ ৷ তারপর তাঁর করোনা টেস্ট হয় এবং আজ রিপোর্ট পজিটিভ আসে ৷ এক সপ্তাহ আগে করোনার টিকা নেন যোগী আদিত্যনাথ। লখনউয়ের সিভিল হাসপাতালে টিকা নেন তিনি।

আরও পড়ুন- অফিসার করোনা পজিটিভ, আইসোলেশনে যোগী আদিত্য়নাথ

এদিকে করোনা আক্রান্তের সংখ্য়া দিন দিন বাড়ছে ভারতে ৷ একাধিক রাজ্য় নাইট কার্ফুর রাস্তায় হেঁটেছে ৷ অন্য়দিকে কুম্ভমেলা নিয়েও চিন্তিত প্রশাসন ৷ কুম্ভমেলা করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে ‘সুপার স্প্রেডার’ হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের বৈঠকে এমনই আলোচনা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার এনিয়ে উদ্বেগে রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details