গোধরা (গুজরাত), 30 নভেম্বর: বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Polls 2022) প্রচার মঞ্চ থেকে কার্যত 2002 সালের গুজরাত দাঙ্গার (Gujarat Riots) প্রসঙ্গ উঠে এল ৷ আর সেই প্রসঙ্গ উঠল বিজেপি (BJP) নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভাষণে ৷
তাঁর কথায়, 20 বছর আগে রামভক্তদের আত্মহত্যাই গুজরাত মডেল (Gujarat Model) তৈরি করেছে ৷ ওই সিদ্ধান্তের জেরেই গুজরাতে কারফিউয়ের উপর কারফিউ জারি করা হয়েছে ৷
গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আগামিকাল ৷ দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে আগামী 5 ডিসেম্বর ৷ ফলে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সমস্ত দল ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি জনসভা করেছেন যোগী ৷ মঙ্গলবার তিনি সভা করেন গোধরায় ৷ সেখানে বিজেপির প্রার্থী সিকে রাউজির সমর্থনে আয়োজিত সভা থেকেই তিনি এই কথা বলেছেন ৷ তাঁর এই কথা শুনে দর্শকরা জয় শ্রীরাম ধ্বনিও দেন ৷