অযোধ্যা, 4 নভেম্বর: সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে কল্পতরু যোগী আদিত্যনাথ । উত্তরপ্রদেশে বিনমূল্যে রেশন পরিষেবার মেয়াদ বর্ধিত করলেন তিনি । যোগীর দাবি, ‘রামরাজ্যে’ দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কল্যাণই তাঁর লক্ষ্য । যদিও বিরোধীদের দাবি, জনকল্যাণ নিয়ে কিছু যায় আসে না মুখ্যমন্ত্রীর । আগামী বছর নির্বাচন । কিন্তু হাওয়া মোটেই ভাল ঠেকছে না । তার জন্যই ভোট না হওয়া পর্যন্ত বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিতে হল তাঁকে ।
করোনা কালে, 2020-র মার্চে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷ যাতে অতিমারিতে পেটের জোগানটুকু অন্তত করতে পারেন সাধারণ মানুষ । এই প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশের 15 কোটি মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি যোগী সরকারের । যদিও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে । এমন পরিস্থিতিতে নভেম্বরেই রাজ্যে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল । কিন্তু তা আগামী বছর দোল উৎসব পর্যন্ত বাড়িয়ে দিলেন যোগী । আগামী বছর মার্চের মাঝামাঝি দোল উৎসব । ঘটনাচক্রে মার্চ-এপ্রিল নাদাগই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে ।
আরও পড়ুন:Mahatma Gandhi : দীপাবলিতে ব্রিটিশ রয়্যাল মিন্ট কালেকশনের মুদ্রায় মহাত্মা গান্ধি
দীপাবলির আগে বুধবার অযোধ্যায় দীপ উৎসবে যোগ দেন যোগী । সেখানে তিনি বলেন, ‘‘রামরাজ্যে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের কল্যাণসাধনই আমাদের লক্ষ্য ৷ সঙ্কটের সময় আমাদের সরকার দরিদ্র মানুষের পাশে রয়েছে ৷ করোনার সময় পিএম যোজনা দরিদ্র মানুষের সহায় হয়ে দাঁড়িয়েছিল ৷ নভেম্বরে এই যোজনার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৷ কিন্তু উত্তরপ্রদেশ সরকার এই তার মেয়াদ দোল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আক্রান্তের সংখ্যা কমেছে বটে, তবে অতিমারিতে মাথাচাড়া দেওয়া দুর্দশা এখনও কাটেনি ৷ তাই রাজ্যের 15 কোটি মানুষের পাশে থাকতে এই যোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা ৷’’
কেন্দ্রীয় প্রকল্পে বিনামূল্যে মাথাপিছু 5 কেজি চাল বা গম এবং পরিবার পিছু 1 কেজি ডাল দেওয়ার ব্যবস্থা রয়েছে ৷ তার সঙ্গে 1 লিটার করে রান্নার তেল, 1 কেজি করে লবণ এবং চিনিও দেওয়া হবে বলে জানিয়েছেন যোগী ৷ তাঁর বক্তব্য, ‘‘খাদ্যশস্যের পাশাপাশি লবণ, চিনি, রান্নার তেলও দেওয়া হবে বিনামূল্যে, যাতে হেঁশেলের সাধারণ প্রয়োজনটুকু মিটে যায় ৷’’ একই সঙ্গে যোগী জানান , উত্তরপ্রদেশকে ‘রামরাজ্য’ হিসেবে পূর্ণতা দিতে প্রত্যেক বাড়িতে শৌচালয়, বিদ্যুৎ সংযোগ, রান্নার গ্যাসের সংস্থান, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং স্বাস্থ্যবিমার সুবিধা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ বিনামূল্যে চিকিৎসা এবং টিকার ব্যবস্থা করে দিয়েছেন ৷ আগামী দিনে উত্তরপ্রদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁদের ৷
আরও পড়ুন:Fuel Price: কেন্দ্রের পর জ্বালানির দাম আরও কমাল 10 বিজেপিশাসিত রাজ্য
যদিও যোগী মিথ্যচার করছেন বলে অভিযোগ তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি (এসপি) নেতা অখিলেশ যাদব । ভোটের আগে যোগী ‘কোভিড পর্যটনের দেখনদারিতে’ বেরিয়েছেন বলে কটাক্ষ করেছেন তিনি । তাঁর দাবি, সরকারের কৃতিত্ব নিয়ে মু্খ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বললেও, বাস্তবের সঙ্গে তা মেলে না । করোনা সামলানো তো দূর, এই মুহূর্তে ডেঙ্গি যে ভাবে ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে, তা নিয়ে হেলদোল নেই যোগী সরকারের ।