পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Longest Serving CM of UP: নয়া রেকর্ড! 6 বছর পূরণ করে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী যোগী - 6 বছর পূরণ করে উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি সময়ের মুখ্য়মন্ত্রী (Longest Serving CM of UP) হিসেবে দায়িত্ব পালন করছেন যোগী আদিত্যনাথ ৷ 1954-60 সাল পর্যন্ত সম্পূর্ণানন্দের সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি ৷

Longest Serving CM of UP ETV BHARAT
Longest Serving CM of UP

By

Published : Mar 26, 2023, 12:16 PM IST

লখনউ, 26 মার্চ:দেশের সবচেয়ে বড় রাজ্যসবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ। সবচেয়ে বেশি সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন (Yogi Adityanath Becomes Longest Serving CM of Uttar Prades) ৷ আর এবার যোগী সরকার দাবি করল, দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের উপর থেকে 'মাফিয়া' তকমা সরে গিয়েছে ৷ সেই সঙ্গে দ্রুত শিল্পের বিকাশ ও বিনিয়োগকারীদের নজর কেড়েছে উত্তরপ্রদেশ ৷ যা সেই রাজ্যে যুব সমাজের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে ৷

শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে 6 বছর পূরণ করেছেন যোগী আদিত্যনাথ ৷ সেই উপলক্ষ্যে দেওয়া ভাষণে যোগী দাবি করেছেন, বিজেপি সরকারের শাসনে প্রগতিশীল এবং দূরদর্শী পদক্ষেপের জন্য তাদের রাজ্য জাতপাত, ধর্মীয় ভেদাভেদ এবং স্বজনপ্রীতির রাজনীতি থেকে মুক্তি পেয়েছে ৷ যোগী আরও জানান, উত্তরপ্রদেশ একটি শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে ৷ আর তাই গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত বিশ্ব সম্মেলনে 35 লক্ষ কোটি টাকার বিনিয়োগ টানার লক্ষ্য স্থির করেছিল রাজ্য সরকার ৷

উল্লেখ্য, 2017 সালে সমাজবাদি পার্টি এবং কংগ্রেস জোটকে হারিয়ে বিপুল জন সমর্থন নিয়ে উত্তরপ্রদেশে সরকার গঠন করে বিজেপি ৷ সেই সময় বড় প্রশ্ন ছিল দুষ্কৃতী রাজ ও মাফিয়াদের স্বর্গ রাজ্য উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থার মাথায় কে বসবেন ? সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেন ৷ যোগীকে মুখ্যমন্ত্রী করা নিয়ে সেই সময় বিরোধীদের তরফে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করা শুরু হয় ৷

আরও পড়ুন:উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

কিন্তু, সেই সমালোচনাকে তুড়িতে উড়িয়ে দিয়ে 25 মার্চ 6 বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ পূরণ করলেন যোগী ৷ আর দ্বিতীয় যোগী সরকারেরও সেই সঙ্গে 1 বছর পূর্ণ হল গতকাল ৷ এর আগে 1954-60 সাল পর্যন্ত সম্পূর্ণানন্দ সবচেয়ে বেশি সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বপালন করেছিলেন ৷ তাঁর সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন যোগী আদিত্যনাথ ৷ এমনকী 2022 সালে যোগী পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভা ভোটে জিতেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details