হরিদ্বার, 20 মার্চ: ফের অ্যালোপ্যাথির বিরুদ্ধে খড়্গহস্ত যোগগুরু রামদেব ৷ সোমবার তিনি ফের অ্যালোপ্যাথিকে নিশানা করে বলেছেন, এটি রোগ নিরাময়ের বদলে মানুষকে আরও অসুস্থ করে তুলছে । রামদেব (Ramdev statement regarding allopathy) বলেন, বহুজাতিক কোম্পানিগুলি ইতিমধ্যে আয়ুর্বেদের সঙ্গে প্রতিযোগিতায় হার মেনেছে এবং এ বার অ্যালোপ্যাথিকে কবর দেওয়ার সময় এসে গিয়েছে (Allopathy vs Ayurveda)।
হরিদ্বারের ঋষিকূল আয়ুর্বেদ কলেজের আয়ুর্বেদ সেমিনারে যোগ দিয়েছিলেন যোগগুরু রামদেব ৷ সেখানেই তিনি বলেন, "বহুজাতিক কোম্পানিগুলিও যোগের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ৷ এখন অ্যালোপ্যাথিকে মাটির নীচে এত গভীরে চাপা দেওয়া হবে যে, এটি অনেক দিন শ্বাস নিতে পারবে না ।"
অ্যালোপ্যাথি ওষুধের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে রামদেব বলেন, অ্যালোপ্যাথি কখনও কোনও অসুস্থতা নিরাময় করে না এবং দীর্ঘ সময় ধরে এই ওষুধ খাওয়ার পরেও রোগ শরীরে থেকে যায় । রামদেবের কথায়, ক্রমাগত অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে এই বিশ্বের 25 শতাংশ মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন । তাঁর অভিযোগ, অ্যালোপ্যাথি ওষুধ অনেকের কিডনি নষ্ট করে দিয়েছে ।