গিরিডি, 29 জানুয়ারি: বিবিসি'র তথ্যচিত্র নিয়ে সরব হলেন যোগগুরু রামদেব । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যোগগুরু মনে করেন, "দেশে গৃহষুদ্ধের পরিস্থিতি তৈরি করতেই ভারত বিরোধী শক্তি এই ধরনের ষড়যন্ত্র করছে ।" গিরিডির একটি ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়ে একথাই বলেছেন যোগগুরু । গত কয়েকদিন ধরেই গুজরাত দাঙ্গার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে । ইতিমধ্যেই ভারতে এই ছবির প্রদর্শন বন্ধ হয়েছে। টুইটারের মতো প্ল্যাটফর্ম থেকেও তথ্যচিত্রটি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার (Modi govt already banned the screening of the documentary) ।
এরপরেও কয়েকটি মাধ্যম থেকে তথ্যচিত্রটি সংগ্রহ করে দেখানোর ব্যবস্থা হচ্ছে বিভিন্ন জায়গায় । আর সেই প্রদর্শন ঘিরেও তৈরি হয়েছে তুমুল বিতর্ক । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। কিন্তু কর্তৃপক্ষের অনুমোদন মেলেনি। নির্দেশ অমান্য করেই তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা হয়েছে । সেক্ষেত্রে তথ্যচিত্র শুরু হওয়ার পর মাঝপথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে । সেটিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে ।