পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুজরাতে বৃষ্টির জন্য জারি হলুদ সতর্কতা, বজ্রপাতে 14 জনের মৃত্যু

Yellow alert for rain in Gujarat: রাজ্যের এসইওসি কেন্দ্রের কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, রাজ্যে বৃষ্টির কারণে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দাহোদ জেলায় এবং একজন করে মৃত্যু হয়েছে আমরেলি, সুরেন্দ্রনগর, মেহসানা, বোটাদ, পঞ্চমহল, খেদা, সবরকাঁথা, আহমেদাবাদ এবং সুরাতে। ভারুচে মৃত্যু হয়েছে দু'জনের। বজ্রপাতে এসব মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 10:50 PM IST

গান্ধিনগর, 26 নভেম্বর: শীতের শুরুতেই গুজরাতে রীতিমতো ঘোর বর্ষার মতো আবহাওয়া। শনিবার সকাল থেকেই গুজরাতের সব জেলাতেই নাগাড়ে বৃষ্টি চলছে ৷ রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টি চলবে ৷ সোমবারও গুজরাত জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ আর অসময়ের এই বৃষ্টিতে গুজরাতের মোট 14 জন মানুষের মৃত্যু হয়েছে বলে খবর ৷

রাজ্যের এসইওসি কেন্দ্রের কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, রাজ্যে বৃষ্টির কারণে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দাহোদ জেলায় এবং একজন করে মৃত্যু হয়েছে আমরেলি, সুরেন্দ্রনগর, মেহসানা, বোটাদ, পঞ্চমহল, খেদা, সবরকাঁথা, আহমেদাবাদ এবং সুরাতে। ভারুচে মৃত্যু হয়েছে দু'জনের । বজ্রপাতে এসব মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে ৷ আবার অন্যদিকে, বৃষ্টির কারণে প্রায় 39টি পশু মারা যাওয়ার খবরও পাওয়া গিয়েছে।

গুজরাতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ রাজ্য আবহাওয়া বিভাগ 26 নভেম্বর সকাল সাড়ে আটটটা থেকে 27 নভেম্বর সকাল সাড়ে আটটা পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বভাস দিয়েছে ৷ যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। রাজ্য আবহাওয়া দফতরের মতে, 27 নভেম্বর দাদরা নগর হাভেলি-সহ গুজরাতের সমস্ত জেলায় স্বাভাবিক বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 28 নভেম্বর পর্যন্ত দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্রের ভাবনগর-আমরেলি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজ্যের অন্য কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, মোট 43টি তালুকে সকাল ছ'টা থেকে বিকাল ছ'টা পর্যন্ত 25 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। 186টি তালুকে এক মিমি থেকে 24 মিমি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে ফসলের ক্ষতির সম্ভাবনাও রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details