পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dalit Married Woman Gangraped: এক বছর ধরে বিবাহিতা দলিত মহিলাকে গণধর্ষণ ! অভিযুক্ত ওয়াইসিপি নেতারা - গণধর্ষণ

এক বছর ধরে বিবাহিতা দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওয়াইসিপি নেতাদের বিরুদ্ধে ৷ নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হলেও এফআইআর নেয়নি পুলিশ বলে অভিযোগ ৷

Gangrape case
বিবাহিতা দলিত মহিলাকে গণধর্ষণ

By

Published : Aug 15, 2023, 5:38 PM IST

অনন্তপুর(অন্ধ্রপ্রদেশ), 15 অগস্ট:অন্ধ্রপ্রদেশে এক বছর ধরে বিবাহিত দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল ওয়াইসিপি নেতাদের বিরুদ্ধে ৷ এমনকী ঘটনার ভিডিয়ো তুলে মহিলাকে পরে হুমকি ও মারধর করা হয় বলেও অভিযোগ । মহিলা এই নিয়ে পুলিশের দ্বারস্থ হন ৷ নির্যাতিতার দাবি, পুলিশ তাঁর পাশে দাঁড়ানোর বদলে শাসকদলের নেতাদের চাপের কাছে নতি স্বীকার করেছে এবং এ বিষয়ে কোনও অভিযোগ পুলিশ নেয়নি ৷ চারদিন ধরেও পুলিশ মামলা রুজু করেনি বলে মহিলার অভিযোগ । শেষে তিনি এসপির দ্বারস্থ হন ৷ এরপরেই অভিযোগ দায়ের করা হয় ৷

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় । জানা গিয়েছে, ওই নির্যাতিতা মহিলার সাত বছর আগে বিয়ে হয়েছিল । তবে এখন তিনি বাপের বাড়িতে থাকেন ৷ স্বামী বিশেষভাবে সক্ষম জানার পর তিনি বাবা-মায়ের বাড়িতে চলে আসেন এবং মা-বাবার মৃত্যুর পর তিনি ওই বাড়িতে একাই থাকেন ৷ মহিলা শ্রমিক হিসাবে কাজ করেন ৷

আভিযোগ, মহিলা একা থাকায় তাঁর উপর নজর পড়ে গ্রামের পাঁচ ওয়াইসিপি নেতার ৷ এরপর এক বছর ধরে তাঁরা মহিলাকে ধর্ষণ করেন ৷ পাশাপাশি অভিযুক্তরা নির্যাতনের ভিডিয়ো করে একই গ্রামের অন্য এক ব্যক্তির কাছে পাঠালে তিনিও তাকে পরে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ এরপরেই নির্যাতনের হাত থেকে বাঁচতে দু'মাস আগে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা ৷ তবে তিনি প্রাণে বেঁচে গেলেও অভিযুক্তরা তাঁর পিছু ছাড়েনি ৷

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের 10 তারিখে গ্রামের ওই ব্যক্তি ফের তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন । সেসময় মহিলা জোরে চিৎকার করলে আশেপাশের লোক ঘটনাস্থলে ছুটে আসে । অভিযুক্ত যাতে পালাতে না পারে সেজন্য বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয় তারা । এরপর পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় । কিন্তু ওই দিনই সন্ধ্যায় তারা তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে নির্যাতিতার অভিযোগ । তারপর 11 অগস্ট নির্যাতিতা তাঁর আত্মীয়দের সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ।

ডিএসপি বি শ্রীনিবাসুলু বলেন, "এক বিবাহিত মহিলা তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ৷ তবে এই অভিযোগ সত্যি নয় ৷ চলতি মাসের 10 তারিখে নির্যাতিতা অভিযোগ করেন, বাড়িতে একা থাকা অবস্থায় তাদের গ্রামের এক ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন । অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।" গোটা ঘটনায় তোলপাড় অনন্তপুর এলাকা ।

আরও পড়ুন:মেয়েকে ধর্ষণের চেষ্টা ! বাধা দেওয়ায় ছেলেকে গুলি করার অভিযোগ বাবার বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details