অনন্তপুর(অন্ধ্রপ্রদেশ), 15 অগস্ট:অন্ধ্রপ্রদেশে এক বছর ধরে বিবাহিত দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল ওয়াইসিপি নেতাদের বিরুদ্ধে ৷ এমনকী ঘটনার ভিডিয়ো তুলে মহিলাকে পরে হুমকি ও মারধর করা হয় বলেও অভিযোগ । মহিলা এই নিয়ে পুলিশের দ্বারস্থ হন ৷ নির্যাতিতার দাবি, পুলিশ তাঁর পাশে দাঁড়ানোর বদলে শাসকদলের নেতাদের চাপের কাছে নতি স্বীকার করেছে এবং এ বিষয়ে কোনও অভিযোগ পুলিশ নেয়নি ৷ চারদিন ধরেও পুলিশ মামলা রুজু করেনি বলে মহিলার অভিযোগ । শেষে তিনি এসপির দ্বারস্থ হন ৷ এরপরেই অভিযোগ দায়ের করা হয় ৷
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় । জানা গিয়েছে, ওই নির্যাতিতা মহিলার সাত বছর আগে বিয়ে হয়েছিল । তবে এখন তিনি বাপের বাড়িতে থাকেন ৷ স্বামী বিশেষভাবে সক্ষম জানার পর তিনি বাবা-মায়ের বাড়িতে চলে আসেন এবং মা-বাবার মৃত্যুর পর তিনি ওই বাড়িতে একাই থাকেন ৷ মহিলা শ্রমিক হিসাবে কাজ করেন ৷
আভিযোগ, মহিলা একা থাকায় তাঁর উপর নজর পড়ে গ্রামের পাঁচ ওয়াইসিপি নেতার ৷ এরপর এক বছর ধরে তাঁরা মহিলাকে ধর্ষণ করেন ৷ পাশাপাশি অভিযুক্তরা নির্যাতনের ভিডিয়ো করে একই গ্রামের অন্য এক ব্যক্তির কাছে পাঠালে তিনিও তাকে পরে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ এরপরেই নির্যাতনের হাত থেকে বাঁচতে দু'মাস আগে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা ৷ তবে তিনি প্রাণে বেঁচে গেলেও অভিযুক্তরা তাঁর পিছু ছাড়েনি ৷