নয়াদিল্লি, 21 জুন :রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক করেছে বিরোধী শিবির । কানাঘুষো শোনা যাচ্ছিল, সেখানেই যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো । সেই পালেই হাওয়া দিয়ে এবারতৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা । মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ জানিয়ে দিলেন, বৃহত্তর বিরোধী ঐক্য এবং বৃহত্তর জাতীয় স্বার্থের জন্য কাজ করতে চান । সেকারণেই দল থেকে অব্যাহতি চেয়েছেন তিনি ।
এদিন টুইটে তিনি লেখেন, "টিএমসিতে আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ । এখন সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় উদ্দেশ্যের জন্য আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে । আমি নিশ্চিত যে তিনি এতে সম্মতি দেবেন ।''