পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Yamuna Crosses Danger Level: বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা, বন্ধ দিল্লির পুরনো রেলব্রিজ - দিল্লিতে পুরো যুমনা ব্রিজ বন্ধ

দিল্লির পুরনো রেলব্রিজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷ হাথনিকুণ্ড বাঁধ থেকে 2 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আপাতত 24 ঘণ্টা এই রেলব্রিজ দিয়ে কোনও ট্রেন চলাচল করবে না ৷

Yamuna Crosses Danger Level ETV BHARAT
Yamuna Crosses Danger Level

By

Published : Jul 11, 2023, 11:04 AM IST

নয়াদিল্লি, 11 জুলাই: বিপদসীমা ছাড়াল যমুনা নদী ৷ মঙ্গলবার সেন্ট্রাল ওয়াটার সাইড জানিয়েছে, বর্তমানে 206.24 মিটার উচ্চতায় বইছে যমুনা ৷ যমুনার বিপদসীমা 205.33 মিটার ৷ তার থেকে প্রায় 1 মিটার বেশি উচ্চতা দিয়ে বইছে যমুনা নদীর জল ৷ এই পরিস্থিতিতে দিল্লিতে যমুনা নদীর উপর থাকা পুরনো রেলব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হাথনিকুণ্ড বাঁধ থেকে 2 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ায় এই পরিস্থিতি বলে জানিয়েছে প্রশাসন ৷

বন্যা পরিস্থিতির আশঙ্কা- সেন্ট্রাল ওয়াটার সাইডের দেওয়া তথ্য অনুযায়ী, 207.49 মিটার উচ্চতায় উঠলে যমুনার জল লোকালয় প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি হবে ৷ সেন্ট্রাল ওয়াটার সাইডের এক আধিকারিক জানিয়েছেন, যমুনা নদীর জল নির্ধারিত বিপদসীমা পার করে 206.24 মিটারে পৌঁছে গিয়েছে ৷ এই জলস্তর 207.49 মিটারে পৌঁছে গেলে বন্যা পরিস্থিতি তৈরি হবে ৷" এই পরিস্থিতিতে যমুনা নদীর উপরে থাকা রেলব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷

বন্ধ রেল পরিষেবা- দিল্লিতে যুমনা ব্রিজের উপর দিয়ে রেল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন ৷ আজ সকাল 6টা থেকে 24 ঘণ্টার জন্য আপাতত পুরনো যুমনা ব্রিজ বন্ধ রয়েছে ৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উত্তর রেলওয়ে বিভাগ ৷ তবে, শুধু দিল্লি নয় ৷ উত্তরাখণ্ডের দেরাদূনের বিকাশনগরেও যমুনা নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ উল্লেখ্য, সোমবার দিল্লির পুরনো যমুনা ব্রিজ এলাকায় জলস্তর 206.04 মিটার ছিল ৷

আরও পড়ুন:প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত হিমাচল, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন

বন্যা নিয়ন্ত্রণ দফতরের তরফে দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বিকেল 3টের সময় হাথনিকুণ্ড বাঁধ থেকে 2 লক্ষ 15 হাজার 677 কিউসেক জল ছাড়া হয়েছে ৷ মূলত, ওই এলাকায় সোমবার সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণেই এই বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ আর তার জেরেই যমুনা নদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে ৷ আর এই বৃষ্টির জন্য দিল্লি ও তার সংলগ্ন অঞ্চলে জমা জলের সমস্যা দেখা দিয়েছে ৷ উল্লেখ্য, গত শনিবার থেকে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের অধিকাংশ এলাকায় অতিভারী বৃষ্টিপাত চলছে ৷ পাশাপাশি, হড়পা বানের কারণে দেবপ্রয়াগ-সহ গোটা হিমাচল ও উত্তরাখণ্ড বন্যার কবলে পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details