লখনউ, 23 নভেম্বর: ভোটের আগে ফের নামবদলের হিড়িক উত্তরপ্রদেশে । এবার যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway May Be Renamed) নাম পাল্টাতে উদ্যোগী হল কেন্দ্র । দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর (Former Prime Minister Atal Bihari Vajpayee) নামে যমুনা এক্সপ্রেসওয়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দিল্লি সূত্রে খবর ।
এনিয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি । তবে বিজেপি সূত্রে খবর, আগামী 25 নভেম্বর গৌতম বুদ্ধ নগরজেলার জেবরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানেই নয়া নামের ঘোষণা হবে বলে জানা গিয়েছে ।
বিজেপির দাবি, গেরুয়া শিবিরের নেতা হলেও, দলমত নির্বিশেষে সকলেই বাজপেয়ীকে শ্রদ্ধা করতেন । তাই তাঁর নামে যমুনা এক্সপ্রেসওয়ের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও এর পিছনে ভোটের অঙ্কই দেখছে রাজনৈতিক মহলে । তাদের মতে ব্রাহ্মণ ভোট (Brahmin Vote in Uttar Pradesh) ভাঙাতেই বাজপেয়ীকে ঢাল করছে বিজেপি ।
আরও পড়ুন:Amit Shah Meeting With TMC MPs: তৃণমূল সাংসদদের সাক্ষাতের সময় দিলেন শাহ
বিরোধী শিবিরের যুক্তি, উত্তরপ্রদেশে ব্রাহ্মণ এবং ঠাকুরদের দ্বন্দ্ব কারও অজানা নয় । তাই ঠাকুর পরিবারে জন্ম যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় শুরু থেকেই বিজেপির উপর চটে রয়েছেন ব্রাহ্মণরা । তার উপর লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দেওয়ায় অভিযুক্ত আশিস মিশ্রের বাবা তথা রাজ্যের ‘বাহুবলী ব্রাহ্মণ’ বিজেপি নেতা অজয় মিশ্র টেনিকে নিয়েও টানাপড়েন চলছে ৷
এমন পরিস্থিতিতে ব্রাহ্মণ ভোট ঝুলিতে পুরতেই ব্রাহ্মণ পরিবারের সন্তান বাজপেয়ীকে ঢাল করে মোদি এবং অমিত শাহ এগোতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর পিছনে যথেষ্ট যুক্তিও রয়েছে ৷ কারণ উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার 10 শতাংশ ব্রাহ্মণ ৷ প্রায় 2 কোটির ভোটব্যাঙ্ক ৷ গত নির্বাচনে সেখানকার 77টি আসনে প্রায় 10 হাজার ভোটের ব্যবধানে জয়ী হন নির্বাচিত প্রার্থীরা ৷ এর মধ্যে বিজেপি জয়ী হয় 36টি আসনে ৷
কিন্তু রাজ্যের 403টি আসনকে 2 কোটি ব্রাহ্মণ জনসংখ্যা দিয়ে ভাগ করলে দেখা যাবে, প্রত্যেক বিধানসভা কেন্দ্র পিছু গড়ে 50 হাজার ব্রাহ্মণ ভোট থাকছে ৷ তাই ব্রাহ্মণরা মুখ ফিরিয়ে নিলে, বিজেপির পক্ষে তা শুভ হবে না ৷ আবার 2024-এর লোকসভা নির্বাচনের জন্যও তা সমস্যার । তাই উত্তরপ্রদেশে ব্রাহ্মণ ভোট ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন বিজেপি নেতৃত্ব ৷ তাই বাজপেয়ী নামক প্রলেপ দিয়ে ক্ষত সারিয়ে তোলার প্রয়াস শুরু হয়েছে বলে সূত্রের খবর ৷
আরও পড়ুন:Rahul Gandhi Close aid to join TMC : তৃণমূলে যোগ দিতে পারেন রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস সাংসদ
যে যমুনা এক্সপ্রেসের নামকরণের পরিকল্পনা করছে কেন্দ্র, সেটি 6 লেন বিশিষ্ট 165.5 কিলোমিটার দীর্ঘ একটি এক্সপ্রেসওয়ে ৷ উত্তরপ্রদেশের আগ্রা থেকে 2 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে কুবেরপুর এবং গ্রেটার নয়ডার পরী এলাকাকে সংযুক্ত করেছে ৷ এই যমুনা এক্সপ্রেসওয়ে দেশের তৃতীয় দীর্ঘতম এক্সপ্রেসওয়ে ৷