রাঁচি, 27 মে : ওড়িশা ও পশ্চিমবঙ্গে যশের তাণ্ডবের পর এর অভিমুখ এবার ঝাড়খণ্ডের দিকে ৷ ইতিমধ্যে ঝাড়খণ্ডের দক্ষিণে ও আশপাশের অঞ্চলে অবস্থান করছে যশ ৷ মৌসম ভবনের তরফে এমনই জানানো হয়েছে ৷ ঝাড়খণ্ডে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ মোট 10টি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ 12 হাজার মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷
যশের মোকাবিলায় ঝাড়খণ্ডের কয়েকটি অংশে সম্পূর্ণ লকডাউন চলছে ৷ মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না ৷ ইতিমধ্যেই প্রায় 8 লাখ মানুষের উপর এর প্রভাব পড়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব অমিতাভ কৌশল জানিয়েছেন, যশের কারণে পূর্ব ও পশ্চিম সিংভূমের কয়েকটি এলাকা ছাড়া আরও কয়েকটি জেলায় যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালানো হচ্ছে । তিনি আরও জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম সিংভূম ও সারাইকেলা সহ কয়েকটি জেলায় প্রায় 8 লাখ মানুষ এর দ্বারা প্রভাবিত হয়েছে ৷