হায়দরাবাদ, 13 ডিসেম্বর: ঋণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রেডিট স্কোর (credit score) ৷ আপনি হয়তো ঋণের জন্য আবেদন করতে চলেছেন ৷ ব্যাংকগুলি আপনার আবেদন বিবেচনা করার আগে সর্বপ্রথম ভালো করে দেখবে ক্রেডিট স্কোর । আপনার ক্রেডিট রিপোর্ট ভালো না থাকলে ঋণ পাওয়ার সম্ভাবনা কম । অর্থাৎ ঋণ পেতে আপনাকে ঝামেলা পোহাতে হবে ৷
বেশি ক্রেডিট স্কোর অনেক সুবিধা দেয় । তাই ভালো ক্রেডিট স্কোর রাখতে হবে ৷ তার জন্য অবশ্যই প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিতে হবে । কখনও কখনও আপনি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করার পরেও ক্রেডিট স্কোর কম হতে পারে ৷ এখনই একটি ক্রেডিট ব্যুরো দিয়ে এই ধরনের ভুল সংশোধন করুন (Credit report corrections) ৷
ব্যাংকগুলি ভালো ক্রেডিট স্কোর রয়েছে এমন গ্রাহকদের জন্য 50 বেসিস পয়েন্টের সুদের ছাড় দেয় । কিন্তু দীর্ঘমেয়াদি ঋণে ছাড় অর্ধেকের কম হলেও বোঝা উল্লেখযোগ্যভাবে বেশি হয় । তাই এক্ষেত্রে ক্রেডিট রিপোর্ট এবং স্কোর খুবই গুরুত্বপূর্ণ । ক্রেডিট রিপোর্টে ঋণ কীভাবে পরিশোধ করা হচ্ছে, ক্রেডিট কার্ডের বিল, ঋণের জন্য তথ্য যাচাই ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা তুলে ধরা হয় ।
রিপোর্টটি পরীক্ষা করার সময় প্রথমে আপনার নাম, প্যান, মোবাইল, ই-মেইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিক কি না, তা পরীক্ষা করুন । আপনার বাতিল অ্যাকাউন্ট এবং শোধ করে দেওয়া ঋণের বিবরণও এই রিপোর্টে দেখানো হবে । বিবরণ দেওয়া সব তথ্য আপনার সঙ্গে সম্পর্কিত কি না তা দ্বিতীয়বার যাচাই করে নিন ৷ কোন ভুল রয়েছে কি না তাও যাচাই করুন ৷
ছোটখাটো সমস্যা আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দিতে পারে । আপনি কখনই নেননি এমন একটি ঋণ, আপনার নামে লোনের তথ্য, সময়মতো ইএমআই দেওয়ার সত্ত্বেও 'ডিফল্ট' দেখাচ্ছে ৷ এর পাশাপাশি ইএমআই (EMI) পরিমাণে, ঠিকানা এবং নামে অসঙ্গতি রয়েছে । এই ধরনের অসঙ্গতিগুলি ক্রেডিট ব্যুরোকে লিখিতভাবে রিপোর্ট করা উচিত । এখন একাধিক ক্রেডিট ব্যুরো স্কোর দেয় (Credit bureaus give credit reports) ।