দিল্লি, 31 জানুয়ারি: চলতি বছর দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ধরনের লেখাই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন হবে বলে মত তাঁর।
মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ রবিবার মোদি বলেন, ''সমস্ত দেশবাসীকে এবং বিশেষত আমার ছোট ছোট বন্ধুদের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে, এর সঙ্গে জড়িত বিষয়গুলি নিয়ে এবং স্বাধীনতা সংগ্রামে নিজেদের এলাকার গরিমা সম্পর্কে বই লেখার জন্য আবেদন জানাচ্ছি। এখন ভারত তার 75তম স্বাধীনতা উদ্যাপন করছে। আপনাদের লেখাই স্বাধীনতা সংগ্রামের নায়কদের জন্য প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন হবে।''