নয়াদিল্লি, 26 জুন: টানা কয়েক মাস রোদ-বৃষ্টি মাথায় নিয়েই দিল্লির যন্তর-মন্তরে অবস্থান করছিলেন কুস্তিগীররা ৷ যৌন হেনস্তার অভিযোগ তুলে কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদ সামিল হয়েছিলেন তাঁরা। সেই আন্দোলন নিয়েই এবার তাঁরা বড় সিদ্ধান্ত নিলেন। রবিবার রাতে কুস্তিগীররা জানিয়ে দিলেন, আর তাঁরা রাস্তায় নেমে আন্দোলন করবেন না ৷ এবার যা হবে আদালতে ৷ সেইসঙ্গে সোশাল মিডিয়া থেকে সামসিক বিরতি নিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা ৷
ওই সিদ্ধান্তের কথা জানিয়ে ভিনেশ, সাক্ষী এবং বজরং লিখেছিলেন, "গত 7 জুন বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, 15 জুনের মধ্যে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই আর রাস্তায় নয়, ন্যায়বিচার না-পাওয়া পর্যন্ত আদালতে লড়াই হবে। তাছাড়া আগামী 11 জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনের পরেই সরকার বাকি প্রতিশ্রুতি রাখে কি না, সে দিকে লক্ষ্য করা হবে।" এরপর তাঁদের টুইট, "কিছুদিনের জন্য সোশাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি, সকলকে ধন্যবাদ ৷"