নয়াদিল্লি, 7 জুলাই:বিজেপি সাংসদ তথা বিদায়ী ডব্লিউএফআই প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-কে তলব করল দিল্লির একটি আদালত ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার তাঁকে নোটিশ পাঠিয়েছে আদালত ৷ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও আদালত জানিয়েছে ৷
এই মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছে, তার উপর ভিত্তি করে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) হরজিত সিং জসপাল ব্রিজ ভূষণকে 18 জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন । আদালত ভারতের রেসলিং ফেডারেশনের বরখাস্ত হওয়া সহকারী সেক্রেটারি বিনোদ তোমরকেও তলব করেছে ।
পুলিশ 15 জুন 6 বারের সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 ধারা (শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ), 354এ ধারা (যৌন হয়রানি), 354ডি ধারা (স্টকিং) এবং 506 (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় চার্জশিট দাখিল করেছে । আর বিনোদ তোমরের বিরুদ্ধে আইপিসির 109 নং ধারা (কোনও অপরাধের প্ররোচনা, যদি কাজটি পরিণতিতে সংঘটিত হয় এবং যেখানে এর শাস্তির জন্য কোনও স্পষ্ট বিধান করা হয় না), 354, 354ও এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) এর ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে ।