পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Wrestlers Sexual Harassment Case: 'যথেষ্ট প্রমাণ আছে', 18 জুলাই ব্রিজ ভূষণকে তলব দিল্লির আদালতের - ব্রিজ ভূষণ

18 জুলাই বিদায়ী ডব্লিউএফআই প্রধান ব্রিজ ভূষণকে তলব করল দিল্লির আদালত ৷ কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় চার্জশিটের ভিত্তিতে তাঁকে সমন পাঠানো হয়েছে ৷

Wrestlers Sexual Harassment Case
Wrestlers Sexual Harassment Case

By

Published : Jul 7, 2023, 4:25 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই:বিজেপি সাংসদ তথা বিদায়ী ডব্লিউএফআই প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-কে তলব করল দিল্লির একটি আদালত ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার তাঁকে নোটিশ পাঠিয়েছে আদালত ৷ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও আদালত জানিয়েছে ৷

এই মামলায় যে চার্জশিট পেশ করা হয়েছে, তার উপর ভিত্তি করে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) হরজিত সিং জসপাল ব্রিজ ভূষণকে 18 জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন । আদালত ভারতের রেসলিং ফেডারেশনের বরখাস্ত হওয়া সহকারী সেক্রেটারি বিনোদ তোমরকেও তলব করেছে ।

পুলিশ 15 জুন 6 বারের সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 ধারা (শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ), 354এ ধারা (যৌন হয়রানি), 354ডি ধারা (স্টকিং) এবং 506 (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় চার্জশিট দাখিল করেছে । আর বিনোদ তোমরের বিরুদ্ধে আইপিসির 109 নং ধারা (কোনও অপরাধের প্ররোচনা, যদি কাজটি পরিণতিতে সংঘটিত হয় এবং যেখানে এর শাস্তির জন্য কোনও স্পষ্ট বিধান করা হয় না), 354, 354ও এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) এর ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে ।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ব্রিজভূষণ কাণ্ডে চার্জশিট দেয় পুলিশ ৷ অনুরাগ ঠাকুর গত 7 জুন তাবড় কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতদের সঙ্গে একটি বৈঠক করেন । সেখানেই তিনি আশ্বাস দিয়েছিলেন যে, যৌন হেনস্তার মামলায় 15 জুনের মধ্যে চার্জশিট পেশ করা হবে ৷ মন্ত্রীর কথাতে আশ্বস্ত হয়েই কুস্তিগীররা তাঁদের প্রতিবাদ স্থগিত রেখেছিলেন ।

আরও পড়ুন:অনুরাগের প্রতিশ্রুতি মতো ব্রিজভূষণ কাণ্ডে আজ দিল্লি পুলিশের চার্জশিট

ব্রিজ ভূষণের নামে এফআইআর করার পরেও দিল্লি পুলিশ তাঁকে আটক করা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি বলে অভিযোগ করেছিলেন কুস্তিগীররা ৷ পাঁচটি দেশের থেকে কুস্তি ফেডারেশনের প্রধানের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারী অফিসাররা। সেই দেশগুলি হল ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, কিরঘিজস্তান, মঙ্গোলিয়া ও কাজাখস্তান । প্রতিটি দেশের কুস্তি ফেডারেশনকে অনুরোধ করা হয়েছে তাদের সিসিটিভি ফুটেজ পাঠাতে । যে 8 জন মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন, তাঁদের দাবি, এই সব দেশে খেলতে যাওয়ার সময়েই নানা অছিলায় তাঁদের নিগ্রহ করা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details