নয়াদিল্লি, 23 এপ্রিল: জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁর শাস্তির দাবিতে ফের সরব দেশের প্রথমসারির কুস্তিগীররা ৷ তিনমাস পর আবারও ধরনায় বসলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত-সহ অন্যান্যরা ৷ রবিবার বিকেল থেকে দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে এই ধরনা ৷ বজরং , ভিনেশ ছাড়াও এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন সাক্ষী মালিক ৷ অভিযোগ করা সত্ত্বেও কেন কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সেই প্রশ্নই তুলেছেন তাঁরা ৷ একই সঙ্গে বক্সার মেরি কমের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির রিপোর্টও প্রকাশ করার দাবি জানিয়েছেন তাঁরা ৷
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ৷ তারপরেই ফেডারেশন সভাপতির বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারির দাবিতে দিল্লিতে ধরনায় বসেছিলেন কুস্তিগিররা ৷ এরপর ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বিষয়টি খতিয়ে দেখার জন্য ৷ ওই কমিটির মাথায় রাখা হয় ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমকে ৷ ছয় সদস্যের সেই কমিটির রিপোর্ট চলতি মাসের প্রথম সপ্তাহে জমা পড়লেও তা এখনও প্রকাশ করা হয়নি ৷ "কবে সেই রিপোর্ট প্রকাশ করা হবে, আভিযোগকারীরা মারা যাওয়ার পর ?" এদিন এই প্রশ্ন তোলেন ভিনেশ ফোগত ৷