পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Wrestling Controversy Updates: অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক ! অবস্থান তুলে নিলেন কুস্তিগীররা - Indian Olympic Association

দেশের হয়ে অলিম্পিক থেকে শুরু করে কমন ওয়েলথ গেমসে পদকজয়ী কুস্তিগীররা রেসলিং ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ৷ 18 তারিখ থেকে যন্তর মন্তরে অবস্থানে বসেছিলেন তাঁরা (Wrestlers Sit in Protest in Jantar Mantar) ৷ এবার শেষ হল সেই বিক্ষোভ ।

Wrestling
কুস্তিগীররা

By

Published : Jan 21, 2023, 7:48 AM IST

Updated : Jan 21, 2023, 11:22 AM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: অবস্থান বিক্ষোভ তুলে নিলেন কুস্তিগীররা ৷ শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আন্দোলনকারী কুস্তিগীরদের দ্বিতীয় দফার বৈঠক হয় ৷ প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে শুক্রবার গভীর রাতে তাঁরা এই সিদ্ধান্ত নেন ৷ ক্রীড়ামন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি-সহ অন্যদের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে ৷ শনিবার এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে ৷ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বজরং পুনিয়া ঘোষণা করেন তাঁরা এই অবস্থান থেকে সরে আসছেন ৷ তবে এই তদন্ত চলাকালীন ডব্লিউএফআই সভাপতি ব্রিজভূষণ সরণ সিং (BrijBhushan Sharan Singh) তাঁর পদে আসীন থাকবেন না বলে জানা গিয়েছে ৷ এরকমই তপ্ত আবহে রবিবার রেসলিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চলেছে ।

এরপর অলিম্পিকে পদক জয়ী মহিলা কুস্তিগীর গীতা ফোগাট টুইট করেন, "মাননীয় ক্রীড়ামন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন ৷ তাই সব কুস্তিগীররা ধরনা শেষ করেছেন ৷ আমাদের ভারত সরকারের উপর পুরোপুরি বিশ্বাস আছে, কুস্তিগীররা ন্যায়বিচার পাবেন" ৷ কুস্তিগীরদের এই ধরনায় কোনও রাজনৈতিক রং যেন না লাগে ৷ এ প্রসঙ্গে অলিম্পিকে পদক জয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক (Sakshee Malikkh) টুইট করেন, "এই আন্দোলন খেলোয়াড় আর খেলার ভবিষ্যত নিয়ে ৷ আমাদের আন্দোলন ফেডারেশ এবং তার প্রধানের বিরুদ্ধে ৷ কোনও রাজনৈতিক দল যেন এর সুবিধে না নেয় ৷"

আরও পড়ুন: ধরনায় অনড় কুস্তিগীররা ! রবিতেই ইস্তফা দিতে পারেন ব্রিজ ভূষণ

কমিটি গঠন নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, "ডব্লিউএফআই সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ এর তদন্তে একটি কমিটি (oversight committee) গঠন করা হবে ৷ শনিবার কমিটির সদস্যদের নাম ঘোষণা হবে ৷ তাঁরা ফেডারেশনের প্রতিদিনের কাজকর্মের উপর নজর রাখবেন ৷" তিনি আরও জানান, ডব্লিউএফআইয়ের বিরুদ্ধে আর্থিক তছরূপ হোক বা যৌন হেনস্থা- সব দিক খতিয়ে দেখবে তদন্ত কমিটি ৷ চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে তা শেষ করে কমিটি তার রিপোর্ট পেশ করবে ৷ বজরং পুনিয়া (Bajrang Punia) সাংবাদিকদের বলেন, "আমরা এই ধরনায় বসতে চাইনি ৷ কিন্তু সীমা ছাড়িয়ে গিয়েছিল ৷ জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল ৷ সরকার আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার আশ্বাস দিয়েছে ৷ অতীতেও ডব্লিউএফআই সভাপতি আমাদের হুমকি দিয়েছেন ৷"

শুক্রবার বিক্ষুব্ধ কুস্তিগীররা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association, IOA) কাছেও তদন্তের দাবি জানান ৷ আইওএ-র সভাপতি পিটি ঊষাকে চিঠিতে তাঁরা অভিযোগে জানান, ডব্লিউএফআই-এ তহবিল নিয়ে তছরূপ হচ্ছে ৷ এমনকী সেখানে থাকা কোচ এবং স্পোর্টস সায়েন্স কর্মীরা জাতীয় স্তরে একেবারেই অযোগ্য ৷ তাঁরা ব্রিজভূষণ সরণকে সরানোর দাবিও জানান ৷ তাঁদের এই অভিযোগে সাড়া দিয়ে আইওএ মেসি মেরিকমের (M C Mary Kom) নেতৃত্বে একটি 7 সদস্যের কমিটি গঠন করেছে ৷ এই কমিটিতে অন্যদের মধ্যে আছেন, কুস্তিগীর যোগেশ্বর দত্ত, তিরন্দাজি দোলা বন্দ্যোপাধ্যায় (Dola Banerjee) এবং ভারতীয় ভারত্তোলন ফেডারেশন-এর (Indian Weightlifting Federation, IWLF President) সভাপতি এবং কোষাধ্যক্ষ সহদেব যাদব ৷

আরও পড়ুন: বিজেন্দর সিংকে প্রতিবাদ মঞ্চ ছাড়ার অনুরোধ কুস্তিগীরদের

Last Updated : Jan 21, 2023, 11:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details