নয়াদিল্লি, 1 জুন: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্তে আকস্মিকভাবে মোড় বদল দিল্লি পুলিশের ৷ কার্যত পালটি খেয়ে নিজেদের বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে দাঁড়াল দিল্লি পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল যে, ব্রিজভূষণ সিংকে গ্রেফতার করার জন্য যথেষ্ট প্রমাণ নেই তাদের হাতে ৷ এমনকী কুস্তিগীররা নিজেদের অভিযোগের স্বপক্ষে প্রমাণ এবং কোনও তথ্যও দিতে পারেনি ৷ এদিন দিল্লি পুলিশের তরফে অবশ্য বিষয়টি বিবেচনাধীন বলে জানানো হয়েছে। একইসঙ্গে, তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশের তরফে যে প্রাথমিক টুইট করা হয়েছিল, তা মুছে দেওয়া হয়েছে ৷ দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক সাংবাদিকদের জন্য সরকারিভাবে যে বার্তা দিয়েছিল, তাও এদিন সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর দিল্লি পুলিশ টুইট করে জানিয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুল ৷ সংবেদনশীল মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে পুলিশ করছে বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বিজেপি সাংসদ ব্রিজভূষণ আবারও সব অভিযোগ অস্বীকার করে পালটা একটি বিবৃতি জারি করেছেন। তিনি ফের একবার বলেন, "যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়, আমি নিজেকে ফাঁসি দেব। যদি আপনাদের (কুস্তিগীরদের) কাছে কোনও প্রমাণ থাকে, তাহলে তা আদালতে পেশ করুন ৷ আমি যে কোনও শাস্তি মেনে নিতে প্রস্তুত ৷"