টালিগঞ্জ, 8 নভেম্বর : যাদবপুর থেকে টালিগঞ্জ, অটোরিকশায় চালকের আসনে বসে এক যুবক । সুঠাম চেহারা, মাথা ভর্তি কোকড়ানো চুল । ড্রাইভিং সিটে বসে একনাগাড়ে কুস্তির ভিডিও দেখে যাচ্ছেন । প্যাসেঞ্জারের অপেক্ষায় ওটাই তাঁর একমাত্র বিনোদন । ছেলেটির নাম শুভদীপ ভৌমিক । নেশায় কুস্তিগীর । সদ্য সমাপ্ত রাজ্য কুস্তি চ্যাম্পিয়নশিপের 61কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । টলিউডের সুপারস্টার দেবকে কুস্তির প্যাঁচপয়জার শিখিয়েছিলেন গোলন্দাজ সিনেমার জন্য । তারপরেও কুস্তি তাঁর পেশা নয়, শুভদীপ পেশায় অটোচালক । যে খেলার ওপর নির্ভর করে অলিম্পিকসের পদক তালিকায় ওপরের দিকে থাকার চেষ্টা করে দেশ, সেই খেলা রাজ্যে এখনও কত অপাঙতেয়, শুভদীপের এই অবস্থাই তার প্রমাণ । বঙ্গ কুস্তির ছবিটা যে শুধুই অতীতের আলোয় আলোকিত তা আজ অস্বীকার করেন না কেউই । রাজ্য কুস্তি চ্যাম্পিয়নশিপে এবার প্রতিযোগী সংখ্যা ছিল দুশোর আশেপাশে । রাজ্যে একমাত্র জোড়াবাগান পঞ্চান্ন ব্যায়াম সমিতি ছাড়া সেভাবে কোথাও ভাল পরিকাঠামোই নেই । রাজ্য সংস্থার সচিব অসিত সাহা খেলাটির পুনঃরুজ্জীবনের জন্য চেষ্টা করলেও তা ফলপ্রসূ হচ্ছে না ।
আরও পড়ুন : স্বপ্নভঙ্গ কোহলিদের, আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড
শুভদীপের দাদা ছিলেন বডি বিল্ডার । কিন্তু ভাইকে উৎসাহ দিতেন বক্সিং, কুস্তির মতো বডি কনট্যাক্ট গেম বেছে নিতে । দাদার উৎসাহে এবং সুশীল কুমার, যোগেশ্বর সিংয়ের অলিম্পিকসে সাফল্য পাওয়া দেখে কুস্তিকে আঁকড়ে ধরেছিলেন শুভদীপ । 2013-2014 সালে জেলা পর্যায়ে সাফল্য পাওয়ার পরে 2015 সাল থেকে রাজ্য পর্যায়ে পদক পাওয়াও অভ্যাসে পরিণত করেছে রাজ্য কুস্তির এই প্রতিশ্রুতিমান তরুণ । সাধারণত 57 কেজি বিভাগে অংশ নিলেও এবারই 61কেজি বিভাগে নেমেছিল । তাতেও পদক পাওয়ার অভ্যাসে কোনও বদল হয়নি ।