কলকাতা, 2 জুন: যন্তর মন্তরে 35 দিনের দীর্ঘ প্রতিবাদ-ধরনার পর গত 28 মে দিল্লি পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের সরিয়ে দিয়েছিল ৷ অলিম্পিক্স ও কমনওয়েলথের মতো মঞ্চে পদকজয়ী কুস্তিগীরদের হেনস্থার ঘটনা পুলিশের ভূমিকার সমালোচনা করেছে প্রায় সকলেই ৷ প্রতিবাদে পদক বিসর্জন দিতেও গিয়েছিলেন তাঁরা ৷ এমনকী 5 দিনের সময়ও বেঁধে দিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ তারই মধ্যে আজ ফের দেশবাসীর কাছে সমর্থন চেয়ে সোশাল মিডিয়ায় আবেদন করলেন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ পদক জয়ের মুহূর্ত থেকে রাস্তায় টেনে হিঁচড়ে বাসে তোলার ছবি ৷ সব নিয়েই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷
অলিম্পিকের মঞ্চে তিনি পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন ৷ কমনওয়েলথ 2022-এ কুস্তিতে প্রথম সোনার পদকটি নিয়ে এসেছিলেন ৷ শুধু সাক্ষী মালিক নন, ভিনেশ ফোগত, বজরং পুনিয়া-সহ একাধিক ভারতীয় কুস্তিগীরকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁরা দেশের গর্ব ৷ কিন্তু, সেই কুস্তিগীররা যখন সুবিচারের দাবিতে রাস্তায় পুলিশি হেনস্থার শিকার হলেন, তাঁদের সমর্থনে বা সুবিচারের আশ্বাসটুকুও দেননি প্রধানমন্ত্রী ৷ তাই এবার দেশবাসীর কাছে পাশে থাকার আর্জি জানালেন সাক্ষী মালিক ৷