পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজৌরির এনকাউন্টারে শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ রাজ্যপালের

Wreath-laying ceremony of martyred jawans: রাজৌরির এনকাউন্টারে শহিদ জওয়ানদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের শেষশ্রদ্ধা জানালেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ৷

Wreath-laying ceremony of martyred jawans
শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 12:49 PM IST

Updated : Nov 24, 2023, 7:41 PM IST

রাজৌরির এনকাউন্টারে শহিদ জওয়ানদের শেষশ্রদ্ধা

জম্মু, 24 নভেম্বর: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এনকাউন্টারে শহিদ চার সেনা কর্মীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ৷ জম্মুর সামরিক হাসপাতালে শহিদ সেনাদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল, ডিজিপি আরআর সোয়াইন, জম্মুর আইজিপি বিজয় কুমার এবং মুখ্যসচিব বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করেন । অপরদিকে, শুক্রবারই এনকাউন্টারে পঞ্চম শহিদ হাবিলদার আবদুল মজিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় পুঞ্চে ৷

বুধবারের এনকাউন্টারে দুই ক্যাপ্টেন-সহ চারজন সেনা কর্মীর প্রাণ যায় এবং তিনজন আহত হন । বৃহস্পতিবার আরও একজন সৈনিকের মৃত্যু হওয়ায় নিহতের মোট সংখ্যা পাঁচজনে পৌঁছেছে । নিহত সেনা কর্মীরা হলেন ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল, ক্যাপ্টেন শুভম গুপ্ত, হাবিলদার আবদুল মজিদ, ল্যান্স নায়েক সঞ্জয় বিষ্ট এবং প্যারাট্রুপার সচিন লাউর ।

বুধবার রাজৌরিতে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ চলে তীব্র গুলির লড়াই ৷ এনকাউন্টারের পর চলে চরুনি তল্লাশি ৷ পুলিশ জানিয়েছে, রাজৌরির কালাকোট তহসিলের বাজিমাল গ্রামের বনাঞ্চলে আর কোনও জঙ্গিকে পাওয়া যায়নি । এনকাউন্টার স্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার এনকাউন্টারে লস্কর-ই-তৈবার (এলইটি) দুই জঙ্গিকে খতম করেছে সেনা । তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় এলইটি কমান্ডার, যাঁর কোড নাম ছিল ক্বারি ৷ তার সহযোগীরও মৃত্যু হয়েছে । কর্মকর্তারা বলেছেন যে, ক্বারি গত বছর থেকে তাঁর দলের সঙ্গে রাজৌরি-পুঞ্চ এলাকায় সক্রিয় ছিল এবং সেখানে জঙ্গি কার্যকলাপ ফিরিয়ে আনার জন্য তাকে মোতায়েন করা হয়েছিল ।

আরও পড়ুন:

  1. রাজৌরিতে জঙ্গি সংঘর্ষে 2 সেনা অফিসার-সহ শহিদ 4 জওয়ান
  2. বারামুল্লায় জঙ্গিদের গুলিতে শহিদ হেড কনস্টেবল, এলাকা ঘিরে শুরু চিরুনি তল্লাশি
  3. শহিদ জওয়ানের দেহ ফিরল গ্রামে, শোকে ভেঙে পড়লেন সবাই
Last Updated : Nov 24, 2023, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details