নয়াদিল্লি, 9 নভেম্বর: যৌন হয়রানি বিরোধী নিয়মে এলজিবিটিকিউআইএ+ মানুষদের অন্তর্ভুক্ত করার আবেদন নিলই না সুপ্রিম কোর্ট ৷ ভারতের সুপ্রিম কোর্টে (প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকার) প্রবিধান, 2013-এ জেন্ডার সেনসিটাইজেশন ও মহিলাদের যৌন হয়রানির নিয়মে সংশোধনী চেয়ে একটি আবেদন করা হয়েছিল, তা গ্রহণ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট ৷ অন্যান্য ব্যক্তিদের যেমন এলজিবিটিকিউআইএ+ মানুষদের সাংবিধানিক অধিকারগুলিকে এই নিয়মের ছত্রছায়ায় আনার লক্ষ্যে সংশোধনীগুলি চাওয়া হয়েছিল ৷
এই নিয়মগুলি কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকার) আইন, 2013 প্রণয়নের পরে প্রণীত হয়েছিল এবং একই বছরে শীর্ষ আদালত তা জানিয়েছিল ৷ যে নির্দেশগুলি চাওয়া হয়েছিল তার মধ্যে ছিল, 'ক্ষুব্ধ মহিলা'র সংজ্ঞাটিকে 'ক্ষুব্ধ ব্যক্তি' লিখে প্রতিস্থাপন করারও অনুরোধ করা হয়েছিল । তবে বিচারপতি বিভি নাগারথনা এবং উজ্জল ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ বলে যে, এই নিয়মগুলির উদ্দেশ্য হল কর্মক্ষেত্রে অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টে 'ক্ষুব্ধ মহিলা'কে রক্ষা করা । ভারতের সুপ্রিম কোর্টে 'ক্ষুব্ধ মহিলা'কে রক্ষা করার জন্য 2013 সালের বিদ্যমান নিয়মগুলিতে বিচারিক আদেশের মাধ্যমে এলজিবিটিকিউআইএ+ সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য লিঙ্গ নিরপেক্ষ করার নির্দেশ দেওয়া অনুচিত হবে ৷
আরও পড়ুন:জোড়-বিজোড় প্রকল্প শুধু দেখানোর জন্য, দিল্লির বায়ু দূষণ নিয়ে মত সুপ্রিম কোর্টের