দিল্লি, 29 নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রস্তাব ফিরিয়ে দিল কৃষক সংগঠনগুলি । জানিয়ে দিল, তারা বুরারিতে যাবে না । উলটে দিল্লির পাঁচটি মূল প্রবেশপথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা ।
কয়েকদিন আগে নতুন কৃষি আইনের বিরুদ্ধে "দিল্লি চলো"-র ডাক দিয়েছিল একাধিক কৃষক সংগঠন । কিন্তু দিল্লিতে ঢোকার আগেই তাদের আটকানোর চেষ্টা করা হয় । ফলে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের শর্ত দেন, সরকার নির্ধারিত বুরারিতে যদি তারা বিক্ষোভ দেখায় তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি । তাদের সমস্যা ও দাবির কথা শোনা হবে বলেও আশ্বাস দেন । আর তাঁর এই প্রস্তাব নিয়েই আজ আলোচনায় বসে বিক্ষোভরত কৃষক সংগঠনগুলি ।