পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুরারিতে যাবে না, দিল্লি অবরোধের হুঁশিয়ারি কৃষক সংগঠনগুলির

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শর্ত দিয়েছিলেন, সরকার নির্ধারিত বুরারিতে যদি কৃষকরা বিক্ষোভ দেখায় তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি । কিন্তু বুরারিতে যাবেন না বলে জানিয়ে দিল কৃষক সংগঠনগুলি ।

farmer protest
farmer protest

By

Published : Nov 29, 2020, 6:49 PM IST

Updated : Nov 29, 2020, 7:54 PM IST

দিল্লি, 29 নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রস্তাব ফিরিয়ে দিল কৃষক সংগঠনগুলি । জানিয়ে দিল, তারা বুরারিতে যাবে না । উলটে দিল্লির পাঁচটি মূল প্রবেশপথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা ।

কয়েকদিন আগে নতুন কৃষি আইনের বিরুদ্ধে "দিল্লি চলো"-র ডাক দিয়েছিল একাধিক কৃষক সংগঠন । কিন্তু দিল্লিতে ঢোকার আগেই তাদের আটকানোর চেষ্টা করা হয় । ফলে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের শর্ত দেন, সরকার নির্ধারিত বুরারিতে যদি তারা বিক্ষোভ দেখায় তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি । তাদের সমস্যা ও দাবির কথা শোনা হবে বলেও আশ্বাস দেন । আর তাঁর এই প্রস্তাব নিয়েই আজ আলোচনায় বসে বিক্ষোভরত কৃষক সংগঠনগুলি ।

নতুন আইনে কৃষকদের সুবিধা বেড়েছে, বিক্ষোভের মাঝে "মনের কথা" মোদির

আলোচনা শেষে BKU(ভারতীয় কিষাণ ইউনিয়ন) ক্রান্তিকারীর প্রেসিডেন্ট সুরজিৎ এস ফুল বলেন, "খোলা কয়েদখানায় যাওয়ার বদলে আমরা দিল্লির পাঁচটি মূল প্রবেশপথ অবরোধ করে ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছি । আমাদের সঙ্গে চার মাসের রেশন সামগ্রী রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই । আমাদের অপারেশন কমিটি সবকিছু নিয়ে সিদ্ধান্ত নেবে ।"

তিনি বলেন, কৃষকরা বুরারিতে কিছুতেই যাবেন না কারণ এটা খোলা কয়েদখানা ছাড়া কিছুই নয় বলে তাঁদের কাছে প্রমাণ রয়েছে । এদিকে আলোচনার জন্য অমিত শাহর শর্ত দেওয়াকে তাঁরা কৃষকদের অপমান হিসেবেই দেখছেন ।

Last Updated : Nov 29, 2020, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details