শ্রীনগর, 3 অক্টোবর: মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় অস্ত্রোপচার করে বের করা হল বিশ্বের সবচেয়ে লম্বা দাঁত (Worlds Longest Teeth Extracted from a Patient Mouth) ৷ 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ জায়গা করে নেওয়া এ যাবৎ সবচেয়ে বড় বা লম্বা দাঁতটি 37.2 মিমি ৷ কিন্তু বুদগাম জেলায় রোগীর মুখ থেকে যে দাঁতটি বের করা হয়েছে সেটি 37.5 মিলিমিটারের বেশি । ফলে এটিই বিশ্বের সবচেয়ে লম্বা দাঁত বলে দাবি করা হচ্ছ ৷
শনিবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার বীরবাহ সাব ডিস্ট্রিক্ট হাসপাতালের (Beerwah Sub District Hospital)-এর চিকিৎসকরা একজন রোগীকে অস্ত্রোপচার করে বিশ্বের দীর্ঘতম দাঁত বের করার কথা জানিয়েছেন । চিকিৎসকদের মতে, ওই দাঁতের দৈর্ঘ্য 37.5 মিমি ।
আরও পড়ুন:বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম সুপারিশ ব্যান্ডেল স্টেশনের
ব্লক মেডিক্যাল অফিসার এ বিষয়ে আরও জানান, হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ বান্দে আগেই তাঁকে জানিয়েছিলেন যে এক রোগী দাঁতের ব্যথায় ভুগছে । এরপর তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় ৷ পরে আশঙ্কা করা হয় যে, ওই রোগীর একটি দাঁত অস্ত্রোপচার করে তুলতে হবে । এটি বিশ্বের সবচেয়ে লম্বা দাঁত হতে পারে ।
বিএমও (Block Medical Officer) আরও জানিয়েছেন, রোগীটি গত 10-15 দিন ধরে দাঁত ব্যথার ভুগছিলেন বলে অভিযোগ করে ৷ এরপর যখন তাঁর দাঁতের এক্স-রে করা হয়, তখন চিকিৎসকরা জানায় ক্যানাইনটি বের করা দরকার । অস্ত্রোপচারে প্রায় 1 ঘণ্টা 30 মিনিট সময় লেগেছে বলেও জানান বিএমও জাভেদ আহমেদ ।
আরও পড়ুন:খড়-মাটির ক্ষুদ্র দুর্গা প্রতিমা বানিয়ে গিনেস বুকে নাম তুলতে চান রায়গঞ্জের মানস
হাসপাতাল সূত্রের খবর, রোগীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে ভাল রয়েছেন ৷ শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ।