পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

World War II Bomb: মাটি খুঁড়ে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ! নিষ্ক্রিয় করল নিরাপত্তা বাহিনী - মণিপুর

ভারত-মায়ানমার (India Myanmar Border) সীমান্ত লাগোয়া মণিপুরের কামজোং (Kamjong) জেলায় মাটি খোঁড়ার সময় উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) সমকালীন একটি বোমা (Vintage Bomb) ৷ শনিবার সেটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয় ৷

World War II vintage bomb safely detonated in Manipur
World War II Bomb: মাটি খুঁড়ে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ! নিষ্ক্রিয় করল নিরাপত্তা বাহিনী

By

Published : Sep 18, 2022, 1:04 PM IST

ইম্ফল, 18 সেপ্টেম্বর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) সমকালীন একটি বোমাকে (Vintage Bomb) নিরাপদে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া সারল নিরাপত্তা বাহিনী ৷ শনিবার বাহিনীর তরফ থেকে জানানো হয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়েছে ৷ মাটি খোঁড়ার সময় সেটির সন্ধান মিলেছিল ৷

প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এ এস ওয়ালিয়া বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ৷ তিনি বলেন, বোমাটি খুঁজে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ ভারত-মায়ানমার (India Myanmar Border) সীমান্ত লাগোয়া মণিপুরের কামজোং (Kamjong) জেলায় একটি খনন কাজ চলছিল ৷ সেই সময়েই বোমাটির হদিশ পান এলাকার বাসিন্দারা ৷ পরে তাঁরাই নিরাপত্তা বাহিনীকে বিষয় জানান ৷ সঙ্গে সঙ্গে বোমাটি বাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং সেটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন:দৌলতাবাদ দুর্গের নাম বদলে ফের দেবগিরি করতে তৎপর মহারাষ্ট্র সরকার

প্রতিরক্ষা বাহিনীর ওই মুখপাত্র জানিয়েছেন, বোমা উদ্ধারের খবর পাওয়ার পরই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা ৷ এরপর বসত এলাকা থেকে বোমাটি সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে যায় সেনাবাহিনীর বম্ব স্কোয়াড ৷ উদ্ধার হওয়া ওই প্রাচীন বোমাটির ওজন ছিল প্রায় 250 পাউন্ড ৷ ভায়োলেন্ট প্রযুক্তি (Violent Technique) ব্যবহার করে সেটিকে নিষ্ক্রিয় করা হয় ৷ বাহিনীর দাবি, বোমা নিষ্ক্রিয় করার এই প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ ৷

তবে, যাবতীয় সতর্কতা অবলম্বনের পরও দুর্ঘটনা ঘটে যেতেই পারে ৷ সেই কারণেই বোমাটি নিষ্ক্রিয় করার আগে ঘটনাস্থলের আশপাশের 2 কিলোমিটার এলাকা খালি করে দেওয়া হয় ৷ 250 বাসিন্দাকে তাঁদের বাড়ি থেকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের গৃহপালিত পশু-সহ অন্য়ান্য মূল্যবান সামগ্রীও সরিয়ে ফেলা হয় ৷ যদিও, শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটেনি ৷ বোমাটি সফলভাবেই নিষ্ক্রির করা সম্ভব হয়েছে ৷

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকা ছিল ঘটনাবহুল ৷ ব্রিটিশ শাসিত ভারতকে কবজা করার জন্য মণিপুর ও নাগাল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল জাপানের সেনাবাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details