পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

World Stroke Day: স্ট্রোকের পরও স্বাভাবিক জীবনে ফিরলেন 102 বছরের রামাস্বামী - বিশ্ব স্ট্রোক দিবস 2022

প্রতি বছর 29 অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস (World Stroke Day) পালিত হয় ৷ চিকিৎসকরা বলছেন, দ্রুত সঠিক চিকিৎসা হলে স্ট্রোকের পরও স্বাভাবিক জীবনযাপন সম্ভব ৷ তারই প্রমাণ 102 বছরের রামাস্বামী ৷

World Stroke Day 102 year old man fully cured even after paralysis
World Stroke Day: স্ট্রোকের পরও স্বাভাবিক জীবনে ফিরলেন 102 বছরের রামাস্বামী

By

Published : Oct 30, 2022, 12:23 PM IST

বেঙ্গালুরু, 30 অক্টোবর: একটা স্ট্রোক যেকোনও মানুষের জীবন মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে ৷ অনেকে আবার প্রাণে বেঁচে গেলেও বাকি জীবনটা কোনও না কোনও অসুস্থতা নিয়ে কাটান ৷ সেখানেই ব্যতিক্রম রামাস্বামী ৷ 102 বছরের এই বৃদ্ধেরও স্ট্রোক হয়েছিল ৷ কিন্তু, সঠিক সময় সঠিক চিকিৎসা হওয়ায় তিনি যে শুধুমাত্র প্রাণে বেঁচে যান, তাই নয় ৷ ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থও হয়ে ওঠেন ৷

কর্নাটকের ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্ট্রোক হওয়ার পর রামাস্বামীর ডান হাত একেবারে অকেজো হয়ে গিয়েছিল ৷ তিনি নিজের ডানহাত ইচ্ছা মতো ব্যবহার করতে, এমনকী সামান্য নাড়াতেও পারতেন না ৷ এই কারণে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয় ৷ এরপরই সংশ্লিষ্ট হাসপাতালে বৃদ্ধকে ভর্তি করে দেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের দাবি, হাসপাতালে ঢোকানোর সঙ্গে সঙ্গে রামাস্বামীর চিকিৎসা শুরু হয় এবং আধঘণ্টার মধ্যে তাঁর হাতের সমস্য়া 50 শতাংশ দূর হয়ে যায় ৷ বাকি 40 শতাংশ ঠিক হতে সময় লাগে আরও আধঘণ্টা এবং রামাস্বামী বিপন্মুক্ত হন ৷

আরও পড়ুন:স্ট্রোকের সংখ্যা বাড়ছে, বিশ্ব স্ট্রোক দিবসে সতর্ক থাকার পরামর্শ

প্রসঙ্গত, প্রতি বছর 29 অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস (World Stroke Day) পালন করা হয় ৷ এই দিনটিকে মূলত মানুষকে সচেতন করার কাজে ব্যবহার করে বিশ্ব স্ট্রোক সংস্থা (World Stroke Organization) বা ডাব্লিউএসও (WSO) ৷ প্রতি বছর একটি নতুন 'থিম' বেছে নেওয়া হয় এই কর্মসূচি পালনের জন্য ৷ এবছরের থিম ছিল 'অমূল্য সময়' (Precious Time) ৷ বার্তা ছিল, দ্রুত চিকিৎসা হলে স্ট্রোকের পরও যেকোনও মানুষের জীবন বাঁচানো এবং সেই ব্যক্তিকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফেরানো সম্ভব ৷

রামাস্বামী যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই হাসপাতালের পক্ষ থেকেও বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ৷ যার মাধ্যমে আমজনতাকে স্ট্রোক সম্পর্কে সচেতন করা হচ্ছে ৷ বস্তুত, সেরে ওঠার পর রামাস্বামী নিজে এই কর্মসূচি শুরু করার উদ্যোগ নেন ৷ হাসপাতালের স্নায়ু শল্যচিকিৎসা বিভাগের প্রধান চিকিৎসক এইচ ভি মধুসূদন এই প্রসঙ্গে বলেন, "যখন কেউ প্যাব়্য়ালাইজড হয়ে যান, তখন প্রতিটা সেকেন্ডও মূল্যবান ৷ রোগীকে যদি সঠিক সময়, সঠিক পরিকাঠামোযুক্ত হাসপাতালে, সঠিক চিকিৎসা দেওয়া যায়, তাহলে তিনি অবস্যই সেরে উঠবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details